দোহা: ৩৬ বছর পর প্রথমবার ফিফা ফুটবল বিশ্বকাপে (FIFA WC 2022) মাঠে নেমেছিল কানাডা। বেলজিয়ামের বিরুদ্ধে (Belgium vs Canada) ম্যাচের সিংহভাগ সময় দাপট দেখিয়েও শেষমেশ হতাশই হতে হল আলফন্সো ডেভিসদের। মিচি বাতশুয়াইয়ের প্রথমার্ধের গোলে কানাডাকে হারাল রেড ডেভিলসরা। গোলে ২১টি শট নিয়েও বেলজিয়ামের জালে বল জড়াতে ব্যর্থ হয় কানাডা। থিবো কুর্তোয়া আলফন্সো ডেভিসের পেনাল্টিও সেভ করেন।


কানাডার দাপট


সমর্থকদের উচ্ছ্বাসে ভর করে ম্যাচের শুরুটা দারুণভাবে করে কানাডা। জনাথন ডেভিডের শট অল্পের জন্য গোলের বাইরে দিয়ে বেরিয়ে যায়। কর্নার থেকে তাজোন বুখাননের শট ইয়ানিক কারাস্কো হাত দিয়ে রুখে দেওয়ায় কানাডা পেনাল্টি পায়। তবে গোল করতে পারেননি ডেভিস। ডেভিসের দুর্বল শট কুর্তোয়া সেভ করার পর ফিরতি বল আবার পায়ে পান ডেভিস। কিন্তু সেই শট তিনি তেকাঠির মধ্যেই রাখতে পারেননি। বেলজিয়াম রক্ষণ কানাডার আক্রমণ সামলাতে কার্যত নাজেহাল হয় যায়।


পেনাল্টি নাকচ


কানাডা প্রথমার্ধের শেষের দিকে আরও একবার পেনাল্টির বড় দাবি জানায়। অ্যাক্সেল উইটসেল রিচি লারেয়াকে ফাউল করায় পেনাল্টির আবেদন জানায় কানাডা। তবে ভিএআর রিভিউ সত্ত্বেও পেনাল্টি পায়নি কানাডা। ম্যাচের গতির বিরুদ্ধেই ৪৪ মিনিটে টবি অ্যালডারউইরাল্ডের এক পাস থেকে বাতশুয়াই বল পান এবং নিজের বাঁ-পায়ের শটে বল জালে জড়িয়ে দেন তিনি। প্রথমার্ধ শেষ হওয়ার আগে বুখানন গোলের মাত্র ছয় গজ দূরে বল পেয়েও, তা তেকাঠির বাইরেই মারেন। বেলজিয়াম ১-০ এগিয়েই প্রথমার্ধ শেষ করে।


দ্বিতীয়ার্ধেও কানাডার দাপট বহাল থাকে। জনাথন ডেভিড দ্বিতীয়ার্ধের শুরুতেই অল্পের জন্য হেডার গোলে রাখতে পারেননি। ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ঝাঁপায় কানাডা। তবে প্রতিআক্রমণে বেলজিয়ামও দ্বিতীয়ার্ধে আক্রমণ শানাতে থাকে। বাতশুয়াইয়ের এক কার্যত নিশ্চিত গোল শেষ মুহূর্তের ট্যাকেলে রুখে দেন বুখানন। কেভিন দ্য ব্রুইনও বেলজিয়ানের হয়ে গোলের সুযোগ পান। তবে তিনিও গোল করতে ব্যর্থ হন। শেষমেশ ১-০ স্কোরলাইনে ম্যাচ জিতে নেয় বেলজিয়াম। 


৪৪ বছরে প্রথমবার 


ঙ্গলে আর্জেন্তিনা, বুধে জার্মানি। কাতার বিশ্বকাপ কি অঘটনের বিশ্বকাপের তকমা পেতে চলেছে ? এখনই সেই উত্তর দেওয়ার সময় না এলেও বিশ্ব ফুটবলে আপাতত আলোচনার বিষয়বস্তু চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির হার। প্রথমার্ধে এগিয়ে থেকেও হারতে হয়েছে তাদের। আর্জেন্তিনার মতোই এশিয় প্রতিপক্ষের কাছেই। জাপানের কাছে হারের জেরে ৪৪ বছর পর এই প্রথমবার বিশ্বকাপের মঞ্চে কোনও ম্যাচে এগিয়ে থেকেও হার মানতে হল জার্মানদের। আর উল্টোদিকে বিশ্বকাপের মঞ্চে এই প্রথমবার পিছিয়ে গিয়েও কোনও ম্যাচে বের করে নিতে সমর্থ হল জাপান। তাও আবার জার্মানির বিরুদ্ধে!


আরও পড়ুন: বিশ্বকাপে রেকর্ড গোলে জয় স্পেনের, আতঙ্ক বাড়ল জার্মানির