বেনফিকা: দীর্ঘ ২১ বছর আগে, ২০০৪ সালে পর্তুগালের ক্লাব পোর্তো ছেড়ে ইংল্যান্ডের ক্লাব চেলসিতে ম্যানেজার হিসেবে যোগ দিয়েছিলেন হোসে মোরিনহো (Jose Mourinho)। এরপর ইউরোপের বিভিন্ন ক্লাব দলকে কোচিং করালেও নিজের দেশ পর্তুগালের কোনও ক্লাবকে আর কোচিং করাননি। সেই অপেক্ষার অবসান হতে চলেছে এবার। বেনফিকার ম্যানেজার হিসাবে যোগ দিতে চলেছেন মোরিনহো।
ঘটনা হচ্ছে, বেনফিকার কাছেই প্লে-অফের ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ হারিয়েছিল তুরস্কের ক্লাব ফেনেরবাচে। এরপরই চাকরি থেকে বরখাস্ত হন মোরিনহো। সেই বেনফিকা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে যায় কারাবাখের কাছে। এরপর সরিয়ে দেওয়া হয় ম্যানেজার ব্রুনো লাজকে। যে দলের কাছে হারের পর চাকরি হারিয়েছিলেন মোরিনহো, এবার সেই ক্লাবেরই দায়িত্ব নিতে চলেছেন কিংবদন্তি কোচ।
আপাতত কোনও ক্লাবের সঙ্গেই যুক্ত নন মোরিনহো। গত অগাস্ট মাসে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে বেনফিকার কাছে পরাজয়ের পর তুরস্কের ক্লাব ফেনেরবাচের সঙ্গে বিচ্ছেদ হয় তাঁর। পোর্তো ছেড়ে চেলসির কোচিং করানোর পরে দ্য স্পেশ্যাল ওয়ান নামে বিখ্যাত কোচ যোগ দিয়েছিলেন ইন্টার মিলানে। ইতালির ক্লাবটির হয়ে ট্রেবল জেতার গৌরবও অর্জন করেছিলেন মোরিনহো। এরপর তিনি যোগ দেন রিয়াল মাদ্রিদে। চেলসিতে দ্বিতীয়বারের জন্য যোগ দেন ২০১৩ সালে। এরপর ইংলিশ প্রিমিয়ার লিগের আরও দুই ক্লাব - ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পারে ৫ বছর কাটিয়ে যোগ দেন ইতালির ক্লাব এ এস রোমায়। সেখানে ৩ বছর কাটিয়ে মোরিনহো তুরস্কে। অবশেষে তিনি ফিরছেন নিজের দেশে।
পর্তুগালে নতুন ইনিংস শুরু করতে চলেছেন দ্য স্পেশাল ওয়ান। ঠিক ২৫ বছর আগে এই সেপ্টেম্বরেই বেনফিকা মূল দলের দায়িত্ব নিয়েছিলেন মোরিনহো। প্রথমবার দায়িত্বে ছিলেন মাত্র ১১ ম্যাচ। এরপর আরেক পর্তুগিজ ক্লাব পোর্তোতে গিয়ে সাফল্যের মুখ দেখেন। দলকে জেতান চ্যাম্পিয়ন্স লিগ। আর পিছনে ফিরে তাকাতে হয়নি মোরিনহোকে।
বিশ্বের প্রথম সারির সব ক্লাবের দায়িত্ব পালন করেছেন মোরিনহো। বিশ্বের একমাত্র কোচ হিসেবে জিতেছেন উয়েফার সব ক্লাব প্রতিযোগিতার ট্রফি। এবার দ্য স্পেশ্যাল ওয়ান ফিরছেন পর্তুগিজ ক্লাব বেনফিকায়।
বৃহস্পতিবার বেনফিকার প্রেসিডেন্ট ও প্রাক্তন ফুটবলার রুই কোস্তা মোরিনহোর ক্লাবের ম্যানেজার হিসাবে দায়িত্ব নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। সেই সঙ্গেই শেষ হয়েছে সব জল্পনা।