নয়াদিল্লি: আগামী ১৫ মার্চ থেকে কলকাতায় শুরু হতে চলেছে ভারতীয় ফুটবল দলের (Indian Football Team) ক্যাম্প। তার আগে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করলেন কোচ ইগর স্টিমাচ (Igor Stimac)। কলকাতায় পাঁচদিনের ক্যাম্প হবে ভারতীয় ফুটবল দলের। এরপরই গোটা দল ইম্ফলে উড়ে যাবে। সেখানে ত্রিদেশীয় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে ভারত। আগামী ২২ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। 


২৩ জনের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে, তার মধ্যে ১৪ জনকে আগামী বুধবার ক্যাম্পে যোগ দেবেন। বাকি ৯ প্লেয়ার আইএসএল ফাইনালের পর ক্যাম্পে যোগ দেবেন। আইএসএলের ফাইনাল রয়েছে আগামী ১৯ মার্চ। আর সেই ম্যাচে এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি মুখোমুখি হবে। ২ দলের ৯ জন রয়েছেন, যাঁরা ভারতীয় স্কোয়াডে রয়েছেন। তাঁরা ফাইনালের পর ক্যাম্পে যোগ দেবেন। এছাড়াও ১১ জন প্লেয়ারকে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। 


ঘোষিত স্কোয়াড


গোলরক্ষক- গুরপ্রীত সিংহ সান্ধু, প্রভু লাচেনপা তেম্পা, অমরিন্দর সিংহ


রক্ষণ- সন্দেশ ঝিঙ্ঘান, রোশন সিংহ, আনোয়ার আলি, আকাশ মিশ্রা, রাহুল ভেকে, চিঙ্গেলশানা কোনশাম, মেহতাব সিংহ


মিডফিল্ডার- সুরেশ ওয়াঙ্গজাম, রােহিত কুমার, অনিরুদ্ধ থাপা, ব্রেন্ডন ফার্নান্ডেজ, ইয়াসির মহম্মদ, ঋত্বিক দাস, জিকসন সিংহ, লালিয়াংজুলা ছাংতে, বিপিন সিংহ, গ্লেন মার্টিন্স


ফরোয়ার্ড- মনবীর সিংহ, সুনীল ছেত্রী, শিভশক্তি নারায়ণ


হেডকোচ- ইগর স্টিমাচ


চোট পেলেন মেরি কম


গত অগস্টে কমনওয়েলথ গেমসের আগেই ট্রায়ালের সময় বাঁ-পায়ে গুরুতর আঘাত পান ভারতের কিংবদন্তি বক্সার মেরি কম (Mary Kom)। তাঁর বাঁ-হাটুতে মোচড় লেগে লিগামেন্টই ছিঁড়ে যায়। তিনি যে নিজের কেরিয়ারের শেষ লগ্নে উপনীত হয়েছেন, সেই বিষয়ে মেরি কম ভালভাবেই অবগত। তবে অবসরের আগে শেষবার একটি টুর্নামেন্টে নামতে আগ্রহী ছয় বারের বিশ্বচ্যাম্পিয়ন। আপাতত এশিয়ান গেমসই (Asian Games) মেরি কমের পাখির চোখ।


মহিলাদের বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে ভারতীয় দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হয়ে মেরি কম বলেন, 'কমনওয়েলথ গেমসের ট্রায়ালের সময় যেটা ঘটেছিল, তা ভীষণ দুর্ভাগ্যজনক। এই গুরুতর চোটের জেরে আমায় অস্ত্রোপ্রচার পর্যন্ত করাতে হয়। আমি দ্রুতই ফিরতে চাই, কারণ আমার হাতে কেবল এই বছরটাই রয়েছে। পরের বছর আমায় অবসর নিতে বাধ্যই করা হবে। তাই এই আমি অবসরের আগে যে কোনও টুর্নামেন্টে রিঙে নামতে আগ্রহী।'