নিউ জার্সি: ক্লদিও ব্র্যাভো। বয়স ৪১। যে বয়সে অনেকে কোচিং শুরু করে দেন। বা বসে যান কোনও এক্সপার্ট প্যানেলে বিশেষজ্ঞ হিসাবে। তবে চিলির গোলকিপার ব্র্যাভো চল্লিশে চালশের তকমাকে বিসর্জন দিয়ে খেলে চলেছেন। শুধু খেলছেনই না, প্রতিপক্ষ আক্রমণভাগের কাছে কার্যত দুর্ভেদ্য হয়ে উঠছেন।


বুধবার ভারতীয় সময় সকাল সাড়ে ৬টায় যে ম্যাচ শুরু হল, সেখানে লিওনেল মেসিদের (Lionel Messi) প্রায় আটকেই দিয়েছিলেন ব্র্যাভো। বারবার প্রতিপক্ষের নিশ্চিত গোলের সুযোগ প্রতিহত করে চলেছিলেন। কিন্তু শেষরক্ষা করতে পারলেন না। মেসির কর্নার থেকে গোল করে দিলেন লউতারো মার্তিনেজ় (Lautaro Martinez)। যিনি কানাডার বিরুদ্ধে আগের ম্যাচেও গোল করেছিলেন। ম্যাচের ৮৮ মিনিটে করা মার্তিনেজ়ের গোলেই চিলিকে ১-০ ব্যবধানে পরাস্ত করল আর্জেন্তিনা। গতবারের কোপা আমেরিকা (Copa America 2024) চ্যাম্পিয়নরা পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে। চলতি কোপা আমেরিকায় (Argentina vs Chile) প্রথম দেশ হিসাবে শেষ আটে জায়গা করে নিল লিওনেল স্কালোনির লা আলবিসেলেস্তেরা।


ম্যাচের শুরু থেকেই ছিল আর্জেন্তিনার দাপট। প্রথমার্ধে কার্যত ৭০ শতাংশ বলের দখল নিজেদের পায়ে রেখেছিলেন মেসি, রদ্রিগো দে পলরা। তবে কাজের কাজটাই হচ্ছিল না। বারবার চিলির গোলমুখে গিয়ে আটকে যাচ্ছিল আর্জেন্তিনার আক্রমণ। আগের ম্যাচে পেরুর সঙ্গে গোলশূন্য ড্র করেছিল চিলি। তাদের এদিনের কৌশলই ছিল, ডিফেন্সে পায়ের জঙ্গল তৈরি করে আর্জেন্তিনাকে রুখে দাও। আগেও এই স্ট্র্যাটেজিতে সফল হয়েছেন অ্যালেক্সিজ় স্যাঞ্চেজ়রা। নির্ধারিত সময় ম্যাচ গোলশূন্য রেখে টাইব্রেকারে আর্জেন্তিনাকে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়নও হয়েছেন। এদিনও প্রথমার্ধে বারবার সেই কৌশলেই ধাক্কা খেল আর্জেন্তিনার ফুটবলারদের যাবতীয় উদ্যম।


গোদের ওপর বিষফোঁড়ার মতো, ম্যাচের ৩৪ মিনিটে মেসির শট পোস্টে ধাক্কা খেয়ে ফিরে আসে। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবেই। দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় আর্জেন্তিনা। বুধবার শুরু থেকে অ্যাঙ্খেল দি মারিয়া, লউতারো মার্তিনেজ়দের নামাননি স্কালোনি। ৪-৪-২ ছকে সামনে মেসির সঙ্গে জুড়ে দিয়েছিলেন হুলিয়ান আলভারেজ়কে। দি মারিয়ার পরিবর্তে নামান নিকো গঞ্জালেজ়কে। তবে গোল না পাওয়ায় ৭৩ মিনিটে দি মারিয়া ও মার্তিনেজ়কে নামান স্কালোনি। তাতেই বদলে যায় আর্জেন্তিনার খেলা।


 




মার্তিনেজ়ের শেষ মুহূর্তের গোলে চিলিকে হারিয়ে নক আউট পর্বে পৌঁছে গেল আর্জেন্তিনা। এদিন অন্য ম্যাচে কানাডা পেরুকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে। গ্রুপ এ-তে আর্জেন্তিনার ২ ম্যাচে ৬ পয়েন্ট। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে কানাডা রয়েছে দুইয়ে। গ্রুপ পর্বে আর্জেন্তিনার শেষ ম্যাচ পেরুর সঙ্গে।


আরও পড়ুন: ড় অঘটন, নেদারল্যান্ডসকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন অস্ট্রিয়া, ড্র হল ফ্রান্স-পোল্যান্ড ম্যাচ


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।