মায়ামি: স্বপ্নের মতো কাটছে লিওনেল মেসির (Lionel Messi) সময়। একটা সময় একের পর এক ফাইনাল হেরে বিধ্বস্ত ছিলেন। ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে ২০২১ সালে। কোপা আমেরিকা (Copa America) জয় দিয়ে শুরু। তারপর ফাইনালিসিমা, বিশ্বকাপ এবং ফের এক কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হলেন লিওনেল মেসি। ভারতীয় সময় সোমবার সকালের ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে চোটের জন্য অবশ্য পুরো ম্যাচ খেলতে পারেননি। ৬৫ মিনিটে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় মেসিকে। রীতিমতো কাঁদতে কাঁদতে। লউতারো মার্তিনেজ়ের গোলে ম্যাচের শেষে অবশ্য মেসির মুখে হাসি।


কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পুরস্কার অর্থ পেলেন মেসিরা? রানার্স কলম্বিয়ার জন্যই বা কী বরাদ্দ?


বিশ্বের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা। ১৯১৬ সালে যে টুর্নামেন্টের সূচনা। এবার হল ৪৮তম কোপা আমেরিকা। ১৬ দলের টুর্নামেন্টে জয়ী লা আলবিসেলেস্তেরা।





 

সেমিফাইনালে ওঠা চার দলের মধ্যে যে দুই দল জেতে, তারা ফাইনালে পৌঁছে যায়। তবে কোপা আমেরিকায় সেমিফাইনালে পরাজিত দুই দল তৃতীয় স্থান নির্ধারণকারী ম্যাচে একে অপরের মুখোমুখি হয়। সেই ম্যাচে যারা জেতে এবং তৃতীয় স্থান পায়, তারা ৫ মিলিয়ন ডলার পুরস্কার অর্থ পায়। এবার যেমন লুইস সুয়ারেজ়ের উরুগুয়ে পেয়েছে ভারতীয় মুদ্রার হিসাবে প্রায় ৪১ কোটি ৭৯ লক্ষ টাকা। চতুর্থ স্থানাধিকারী কানাডা পেয়েছে ৪ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩৩ কোটি ৪৪ লক্ষ টাকা।

 

ফাইনালে আর্জেন্তিনার কাছে হারলেও, বড় অঙ্কের পুরস্কার অর্থ পেয়েছে কলম্বিয়াও। হামেজ় রদ্রিগেজ়রা পেয়েছেন ৭ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫৮ কোটি ৫১ লক্ষ টাকার কাছাকাছি।

 

আর মেসিরা? চ্যাম্পিয়ন আর্জেন্তিনার জন্য বরাদ্দ ১৬ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যে অঙ্কটা চমকে দেওয়ার মতো। ১৩৩ কোটি ৭২ লক্ষ টাকা!




 



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।