মায়ামি: স্বপ্নের মতো কাটছে লিওনেল মেসির (Lionel Messi) সময়। একটা সময় একের পর এক ফাইনাল হেরে বিধ্বস্ত ছিলেন। ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে ২০২১ সালে। কোপা আমেরিকা (Copa America) জয় দিয়ে শুরু। তারপর ফাইনালিসিমা, বিশ্বকাপ এবং ফের এক কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হলেন লিওনেল মেসি। ভারতীয় সময় সোমবার সকালের ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে চোটের জন্য অবশ্য পুরো ম্যাচ খেলতে পারেননি। ৬৫ মিনিটে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় মেসিকে। রীতিমতো কাঁদতে কাঁদতে। লউতারো মার্তিনেজ়ের গোলে ম্যাচের শেষে অবশ্য মেসির মুখে হাসি।
কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পুরস্কার অর্থ পেলেন মেসিরা? রানার্স কলম্বিয়ার জন্যই বা কী বরাদ্দ?
বিশ্বের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা। ১৯১৬ সালে যে টুর্নামেন্টের সূচনা। এবার হল ৪৮তম কোপা আমেরিকা। ১৬ দলের টুর্নামেন্টে জয়ী লা আলবিসেলেস্তেরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।