নয়াদিল্লি: সদ্যই ৪০-র গণ্ডি পার করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তবে এখনও দলের হয়ে গোলের পর গোল করে চলেছেন, ম্যাচ জেতাচ্ছেন রোনাল্ডো। কিন্তু 'সিআর৭'-র ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে। এ মরশুমের শেষেই তাঁর আল নাসরের (Al Nassr) সঙ্গে চুক্তিও সমাপ্ত হচ্ছে। তিনি কি অন্য় কোনও ক্লাবে যোগ দেবেন? নাকি আল নাসরেই খেলা চালিয়ে যাবেন? প্রশ্ন সমর্থকদের মনে।
এখনও সরকারিভাবে তাঁর চুক্তি নিয়ে কোনওরকম ঘোষণা করা হয়নি। তবে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী আল নাসরেই থাকছেন রোনাল্ডো। তবে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক এক আল নাসর আধিকারিক জানান যে ইতিমধ্যেই রোনাল্ডোর সঙ্গে ক্লাবের সমস্ত চুক্তি সম্পন্ন হয়ে গিয়েছে। তবে গোটাটাই মৌখিকভাবে হয়েছে। এখনও 'সরকারিভাবে স্বাক্ষর হয়নি। তবে শীঘ্রই কয়েকদিনের মধ্যে ঘোষণাটি করা হবে।' বলে জানান তিনি।
২০২৩ সালের জানুয়ারি মাসে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদির ক্লাবে যোগ দেন পর্তুগিজ মহাতারকা। আল নাসরের হয়ে ইতিমধ্যেই ৯০ ম্য়াচে ৮২টি গোল করে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গত বছরের অগাস্টে রোনাল্ডো জানিয়েছিলেন তিনি আল নাসরেই নিজের কেরিয়ার শেষ করতে চান। তিনি নতুন চুক্তি সই করলে সম্ভবত তাঁর সেই ইচ্ছা পূরণ হতে চলেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনাল্ডো নিজেকে ফের একবার সেরা বলেও দাবি করেন। অতীতে নিজেকেই বারংবার সেরা বলে দাবি করে এসেছেন 'সিআর৭'। তবে এবার যেন সেই তত্ত্ব থেকে খানিকটা সরে আসলেন আবার একইসঙ্গে নিজেকে সেরার শিরোপাও দিলেন। কেউ অন্য কাউকে সেরা ফুটবলার বলতেই পারেন, তবে তাঁর মতে, 'আমার মতে সর্বকালের সবথেকে কমপ্লিট ফুটবলার আমি। লোকজনের মেসি, মারাদোনা বা পেলেকে পছন্দ হতেই পারে এবং আমি সেটাকে সম্মানও করি। তবে আমি সবথেকে কমপ্লিট। আমি ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়। আমি ফুটবল ইতিহাসে আমার থেকে ভাল কাউকে দেখিনি এবং নিজের মন থেকেই এটা বলছি।'
এরপরে তাঁকে প্রশ্ন করা হয় তিনিই কি সর্বকালের সেরা ফুটবলার? এর জবাবে রোনাল্ডো বলেন, 'কিছু কিছু জিনিসের কোনও মানে হয় না। একজন গোলস্কোরারের মানে কী? যিনি জালে বল জড়ান। আমার মতে আমি সর্বকালের সবথেকে কমপ্লিট প্লেয়ার। ফুটবলে যা যা করণীয় আমি সবটাই করি। আমার হেডার ভাল, আমি ভাল ফ্রি-কিক নিই। আমার বাঁ-পা, ডান পা দুটোই আছে। আমি শক্তিশালী। আমি আমার থেকে ভাল ফুটবলার দেখিনি।'
আরও পড়ুন: যশপ্রীত বুমরার ফিটনেস নিয়ে জট অব্যাহত, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর বিকল্প কে হতে পারেন?