দোহা: বিশ্বকাপ শুরুর আগে থেকেই তিনি খবরে। ম্যান ইউয়ের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকার পর এবার ক্লাবের সঙ্গে গতকালই সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে সি আর সেভেনের। বিশ্বকাপে মাঠে নামার আগে তাই আরও বেশি করে তেতে আছেন তিনি। কেরিয়ারের শেষ বিশ্বকাপ। কিন্তু আটত্রিশেও নিজেকে প্রতি মুহূর্তে প্রমাণ করতে চান। ঘানার বিরুদ্ধে মাঠে নামার আগে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না রোনাল্ডো। জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কেঁদে ফেললেন বিশ্ব ফুটবলের সর্বাধিক গোলের মালিক। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হল সেই ছবি।
দিন দু'য়েক আগেই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। বাতিল করা হয়েছে তাঁর চুক্তি। পর্তুগিজ মহাতারকার ভবিষ্যৎ নিয়েও জল্পনা তুঙ্গে। এইসবের মাঝেই আজ নিজেদের বিশ্বকাপের (FIFA WC 2022) প্রথম ম্যাচে মাঠে নামছে পর্তুগাল। দলের কিংবদন্তি অধিনায়কের ভবিষ্যৎ নিয়ে জল্পনা বিশ্বকাপে দলের ওপর কোনওরকম প্রভাব ফেলবে না বলেই মনে করছেন দলের কোচ ফার্নান্দো স্যান্টোস (Fernando Santos)। এমনকী তাঁর দাবি এই বিষয়ে পর্তুগাল দলের অন্দরে তেমন কোনওরকম আলোচনাও হয়নি।
স্যান্টোসের বক্তব্য
ম্যাচের আগে স্যান্টোস বলেন, 'ক্রিশ্চিয়ানোর সঙ্গে কী হচ্ছে না হচ্ছে, সেই বিষয়ে আমি চিন্তিত নই। এই বিষয়ে অনুশীলনে কোনওরকম কথা হয়নি। ও নিজেও এই নিয়ে কোনও কথা বলেনি। তবে হ্যাঁ, ওরা নিজেদের ঘরে কে, কী কথা বলছে সেই বিষয়ে আমার কোনও ধারণা নেই। সেই বিষয়ে আমি কিছুই বলতে পারব না।' স্যান্টোস রাশিয়া বিশ্বকাপের উদাহরণও টেনে আনেন। 'ওই সময় অনেক খেলোয়াড়ের জন্যই খুব চ্যালেঞ্জিং ছিল। অন্তত ছয় বা সাতজন খেলোয়াড় রাশিয়ায় যখন পৌঁছয়, তখন কোনও ক্লাবের সঙ্গে তাদের চুক্তি ছিল না।'
রোনাল্ডোর পর্তুগিজ সতীর্থ তথা ম্যান ইউনাইটেড তারকা ব্রুনো ফার্নান্ডেজও (Bruno Fernandes) দাবি করছেন গোট দলের নজর শুধু এবং শুধুমাত্র প্রথম ম্যাচে ভাল করার দিকে। ক্লাবের সঙ্গে রোনাল্ডোর সম্পর্ক তিক্ত হলেও, তাঁর সঙ্গে ব্যক্তিগতভাবে রোনাল্ডোর সম্পর্কে কোনও তিক্ততা নেই বলে স্পষ্ট জানিয়ে দেন ব্রুনো। সাংবাদিক সম্মলনে তিনি বলেন, 'ক্রিশ্চিয়ানোর সঙ্গে যা হচ্ছে, তার ফলে সত্যি বলতে আমি কোনওরকম অস্বস্তি অনুভব করিনি। জাতীয় দলের পাশাপাশি ক্লাবে ওঁর সঙ্গে খেলতে পারার সুযোগ পাওয়ায় আমার কাছে দারুণ সৌভাগ্যের। ক্রিশ্চিয়ানো আমার রোল মডেল। ওঁর কাছে বিশ্বকাপের গুরুত্ব অপরিশীম। আমি নিশ্চিত যে আপাতত ওঁর সূম্পর্ণ নজর বিশ্বকাপের দিকেই রয়েছে। যে ঘটনা ঘটছে, সেই ঘটনাকে কেন্দ্র করে অনেক জল্পনা-কল্পনাই হচ্ছে। তবে আমি নিশ্চিত ক্রিশ্চিয়ানো এই নিয়ে খুব বেশি চিন্তিত নয়।'