দোহা: রাশিয়া বিশ্বকাপের (Russia World Cup) যোগ্যতা অর্জন করতে পারেনি তারা। তাই কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) ভাল পারফর্ম করার ব্য়াপারে বেশি করে উদ্যমী ছিল ক্যামেরুন (Cameroon)। বৃহস্পতিবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ খেলতে নেমেছিল তারা। প্রতিপক্ষ ছিল স্যুইৎজারল্যান্ড। যদিও অভিযানটা খুব একটা সুখকর হল না ক্যামেরুনের। ১-০ গোলে হারতে হল তাদের।
বিশ্বকাপে নিজেদের শুরুর ম্যাচে ১৯৬৬ সালে শেষবার হারতে হয়েছিল স্যুইৎজারল্যান্ডকে। এরপর থেকে ৬ বারের বিশ্বকাপ খেলতে নেমে নিজেদের প্রথম ম্যাচে কখনওই হারেনি সুইসরা। সুইসরা ইউরো ২০২০-এ কোয়ার্টার ফাইনালে স্যুইৎজারল্যান্ড জায়গা করে নিয়েছিল। অন্যদিকে আফ্রিকান নেশন্স কাপে ক্যামেরুন তৃতীয় স্থান লাভ করেছিল। তবে এদিনের ম্যাচে তফাৎ গড় দিলেন স্যুইৎজারল্যান্ডের এম্বোলো। প্রথমার্ধের ৪৮ মিনিটের মাথায় তাঁর করা গোলেই এগিয়ে যায় স্যুইৎজারল্যান্ড। পুরো ম্যাচ আর কেউই গোল করতে পারেনি। সবচেয়ে আশ্চর্যের যে এম্বোলো জন্মগতভাবে ক্যামেরুনের বাসিন্দা। দেশের জার্সিতে শেষ তিনটি ম্যাচে টানা গোল করলেন তিনি।
নিজেদের শে। আটটি বিশ্বকাপ ম্যাচের প্রত্যেকটিতেই হারতে হল ক্যামেরুনকে। একমাত্র মেক্সিকো তাদের আগে রয়েছে। ১৯৩০ থেকে ১৯৫৮ সালের মধ্যে বিশ্বকাপে টানা ৯ ম্যাচে হারতে হয়েছে মেক্সিকোকে।
আজ নামছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
বিশ্বকাপে মাঠে নামার আগেই শিরোনামে উঠে এসেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ম্যান ইউয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে সি আর সেভেনের। ক্লাবের কোচ ও কর্মকর্তাদের একাংশের বিরুদ্ধে মুখ খুলে বিরাগভাজন হতে হয়েছে পর্তুগিজ সুপারস্টারকে। এই সবের মধ্যেই আজ থেকে কাতারে অভিযান শুরু করছে পর্তুগাল (Portugal)। তাদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ঘানা। খেলা শুরুর আগে স্বভাবতই ঘানার কোচকেও রোনাল্ডো ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। যদিও তা নিয়ে ভাবতে নারাজ ঘানার কোচ ওট্টো আড্ডো।
কী বলছেন ঘানার ম্যানেজার?
পর্তুগালের বিরুদ্ধে ম্যাচের আগে ঘানার ম্যানেজার ওট্টো আড্ডো বলছেন, ''পুরো বিষয়টা সম্পর্কে আমি ঠিক জানি না। আর সত্যি কথা বলতে আমার কোনও আগ্রহও নেই রোনাল্ডো ইস্যু নিয়ে। আমরা সবাই পেশাদার। সবাই ম্যাচ জিততে চাই। আশা করি ম্যাচে কোনও প্রভাব পড়বে।''
আরও পড়ুন: সবুজ মেরুন পাঞ্জাবি, শাড়ি পরে কাতারে গ্যালারি মাতাতে প্রস্তুত বঙ্গ দম্পতি