দোহা: বিশ্বকাপের প্রথম ম্যাচে দুরন্ত শুরু করেছে স্পেন (Spain Football Team)। কোস্তা রিকাকে ৭-০ গোলে চূর্ণ করেছে। যে জয়ের পর উচ্ছ্বসিত স্পেনের কোচ লুই এনরিকে (Luis Enrique)। তিনি বলেছেন, 'এরকম চললে ফুটবলকে দারুণ খেলা বলে মনে হয়। আমাদের বল দখল আর নিয়ন্ত্রণ অসাধারণ ছিল। এই দর্শন নিয়েই ওরা কয়েক বছর ধরে খেলে আসছে। যে ১৭ জন ম্যাচে অংশ নিয়েছিল, তারা প্রত্যেকে ভাল।'




বিশ্বকাপে রেকর্ড গড়েছে স্পেন। কোস্তা রিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে ২০১০ সালের বিশ্বজয়ীরা। বিশ্বকাপে এটাই স্পেনের সবচেয়ে বড় জয়। ২০১০ সালে উত্তর কোরিয়াকে ৭-০ গোলে হারিয়েছিল পর্তুগাল। তার ১২ বছর পর বিশ্বকাপে এত বড় ব্যবধানে জিতল কোনও দেশ।                                                   


স্পেন এত বড় ব্যবধানে জেতায় আতঙ্ক বাড়ল জার্মানির। যারা বুধবার ১-২ গোলে হেরে গিয়েছে জাপানের কাছে। গ্রুপের পরের ম্য়াচে জাপান যদি কোস্তা রিকাকে হারিয়ে দেয়, আর জার্মানি হেরে যায় স্পেনের কাছে, তাহলে ছিটকে যাবেন থোমাস মুলাররা। নক আউটের আশা বাঁচিয়ে রাখতে হলে স্পেনের বিরুদ্ধে অন্তত এক পয়েন্ট পেতেই হবে জার্মানিকে। এবং শেষ ম্যাচে কোস্তা রিকাকে হারাতে হবে বিরাট ব্যবধানে।       


                                               




ম্যাচের শুরুতেই, কিক অফের পর ১১ মিনিটের মাথায় গোল করে স্পেনকে এগিয়ে দেন দানি অলমো। ২১ মিনিটে ২-০ করেন মার্কো আসেনসিও। ৩১ মিনিটে ফেরান তোরেস ৩-০ করেন। বিরতিতে ৩-০ গোলে এগিয়ে ছিল স্পেন। বিরতির পর ৫৪ মিনিটে দ্বিতীয় গোল ফেরান তোরেসের। ৪-০ এগিয়ে যায় স্পেন। ৭৪ মিনিটে ৫-০ করেন গাবি। ৯০ মিনিটে কার্লোস সোলার ৬-০ করেন। ইনজুরি টাইমে কোস্তা রিকার কফিনে শেষ পেরেকটি পোঁতেন আলভারো মোরাতা।  


আরও পড়ুন: মেসিতে আস্থা, আর্জেন্তিনীয়রা এখনও নক আউটের স্বপ্ন দেখছেন, দোহায় উপলব্ধি বাঙালি ফুটবলপ্রেমীর