দোহা: সম্ভবত নিজের শেষ ফিফা বিশ্বকাপে (FIFA WC 2022) খেলতে নামছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। বিশ্বকাপে এই নিয়ে রেকর্ড পঞ্চমবার খেলবেন রোনাল্ডো। মেগা টুর্নামেন্টে মাঠে নামার আগেই এক বিস্ফোরক সাক্ষাৎকারে পর্তুগিজ মহাতারকা শোরগোল ফেলে দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) ক্লাবের কর্মকর্তা, কোচ এরিক টেন হাগ এবং ওয়েন রুনির মতো প্রাক্তন সতীর্থদের সমালোচনায় বিদ্ধ করেন। 


অনুশোচনা নেই


রোনাল্ডোর এই সাক্ষাৎকার নিয়ে স্বাভাবিকভাবেই উত্তাল গোটা ফুটবলবিশ্ব। অনেকেই মনে করছেন সম্ভবত তিনি আর কোনওদিনও ম্য়ান ইউনাইটেডের হয়ে খেলবেন না। অনেকে আবার এই সাক্ষাৎকারের সময় নিয়েও প্রশ্ন তুলেছেন। পর্তুগালের বিশ্বকাপে মাঠে নামার আগে হঠাৎ করেই রোনাল্ডো সকলকে চমকে দিয়ে মিডিয়ার সামনে সাক্ষাৎকার দিতে আসেন। সেখানে তিনি বলেন, 'সময় তো সময়ই। আপনাদের তরফে আমার কোন সময়ে কী কথা বলা উচিত, সেটা বিচার করা অনেকটাই সহজ। আপনারা তো অনেক সময়ই ভুল খবরও লেখেন। অন্যরা কী ভাবছে না ভাবছে সেই নিয়ে আমার ভাবনাচিন্তার সময় নেই। আমার যখন ইচ্ছা হবে তখনই আমি কথা বলব। সকলেই জানে আমি কে এবং আমি কীসে বিশ্বাস করি।'


ম্যান ইউনাইটেড অধ্যায় শেয?


রোনাল্ডো গোটা মরসুম জুড়েই সিংহভাগ সময় ম্য়ান ইউনাইটেডের বেঞ্চে বসেই কাটান। তিনি একাধিকবার পরিবর্ত হিসাবে মাঠে নামতে না চাওয়ায় চেলসির বিরুদ্ধে তাঁকে স্কোয়াড থেকেই সম্পূর্ণ বাদ একা অনুশীলন করতেও বাধ্য করেন ম্যান ইউনাইটেড কোচ টেন হাগ। এরপরেই রোনাল্ডোর বিস্ফোরক সাক্ষাৎকার প্রকাশিত হয়। খবর অনুযায়ী এই সাক্ষাৎকারের পর রোনাল্ডোকে আর ম্যান ইউনাইটেডের জার্সি গায়ে এক ম্যাচও মাঠে নামাতে চান না টেন হাগ। এই মরসুমের পরেই রোনাল্ডোর ম্যান ইউনাইটেড চুক্তি শেষ হচ্ছে।


তবে রিপোর্ট অনুযায়ী সম্ভবত বিশ্বকাপের পরপরই জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোতে রোনাল্ডো রেড ডেভিলসদের ছেড়ে অন্য কোনও ক্লাবে যোগ দেবেন। তবে তার আগে বিশ্বকাপ। সম্ভবত নিজের শেষ মেগা টুর্নামেন্টে নিশ্চয়ই মরিয়া হয়ে পর্তুগাল দলকে খেতাব জেতানোর জন্য মাঠে নামবেন অধিনায়ক রোনাল্ডো। ২৪ তারিখ, বৃহস্পতিবার ঘানার বিরুদ্ধে ম্যাচ দিয়ে পর্তুগাল নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে।


আরও পড়ুন: প্রথম ম্যাচেই বিরাট ধাক্কা মেসিদের, আর্জেন্তিনাকে ২-১ গোলে হারিয়ে দিল সৌদি আরব