রিয়াধ: বিতর্ক ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) যেন একে অপরের পিছুই ছাড়তে চায় না। মতান্তরে বিশ্বের সর্বকালের সর্বসেরা ফুটবলার ফের একবার বিতর্কে জড়ালেন। সৌদির সুপার কাপের (Saudi Super Cup) সেমিফাইনাল ম্যাচে তাঁর দল তো হারলই, লাল কার্ডও দেখতে হল তাঁকে। 


আল হিলাল বনাম আল নাসরের (Al Hilal vs Al Nassr) ম্যাচের ৮৬তম মিনিটে প্রতিপক্ষের ফুটবলার আলি আল বুলায়িকে গুঁতো মেরে লাল কার্ড দেখেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। লাল কার্ড দেখায় স্বাভাবিকভাবেই হতাশ ছিলেন রোনাল্ডো। সেই পরিস্থিতি এরপর মাথা ঠিক রাখতে না পেরে এক সময় রেফারিকেও ঘুষি মারার ইঙ্গিত দেখান। এই দুই ঘটনার ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রোনাল্ডোর রেফারিকে মারতে যাওয়ার ঘটনাটির জন্য মূলত সমালোচনার শিকার হন পর্তুগিজ কিংবদন্তি।


 






ম্যাচে সালিম আলদওসারি এবং ম্যালকমের গোলে আল হিলালের বিরুদ্ধে ২-০ পিছিয়ে ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল আল নাসর। ম্যাচের শেষ লগ্নে যেখানে রোনাল্ডোরা মরিয়া হয়ে সমতা ফেরাতে নিজের সবটা উজাড় করে দিচ্ছিলেন। তবে তা না হওয়ায় রোনাল্ডো স্বাভিবিকভাবেই হতাশ এবং ক্ষুব্ধ ছিলেন। ঠিক সেই সময়ই ঘটনাটি ঘটে। ইনজুরি টাইমের নবম মিনিটে সাদিও মানে আল নাসরের হয়ে একটি গোল পেলেও, তা রোনাল্ডোদের হার ঠেকাতেপারেনি। ২-১ পরাজিত হয় আল নাসর।


গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৬২ মিনিটে আলদওসারি মিলিনকোভিচ-সাভিচের সুন্দর ফ্লিকের দৌলতে দুরন্ত প্রতিআক্রমণের পর আল নাসরের জালে বল জড়িয়ে দেন। ঠিক দশ মিনিট পরেই আল হিলালের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ম্যালকম। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম দুরন্ত হেডারে গোল করেন। মিখাইলের ঠিকানা লেখা ক্রস থেকেই গোল করেন তিনি। মানে ঘারিবের পাস থেকে আল নাসরের হয়ে ব্যবধান কমালেও, তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষমেশ হেরেই মাঠ ছাড়তে হল আল নাসর। লাল কার্ড দেখে হতাশা, ক্ষোভে মাঠ ছাড়েন রোনাল্ডো।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: হঠাৎ সিদ্ধান্ত নয়, সিএসকে অধিনায়ক হতে পারেন রুতুরাজ, পূর্বাভাস দিয়েছিলেন ধোনিই