ফ্রাঙ্কফর্ট: দলের মহানায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) কান্নায় ভেঙে পড়লেন। সামনে ইউরোর (UEFA Euro 2024) কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর হাতছানি আর তিনি কি না পেনাল্টি থেকে গোলই করতে পারলেন না! তবে তিনি ভাঙলেন না, গোলের আগে দুর্ভেদ্য প্রাচীর তৈরি করে রোনাল্ডোদের খেতাব জয়ের স্বপ্ন অক্ষত রাখলেন। গড় ফেললেন ইতিহাসও। তিনি দিয়োগো কোস্তা (Diogo Costa)। পর্তুগালের গোলরক্ষক। পর্তুগিজদের নতুন নায়ক।


স্লোভেনিয়ার বিরুদ্ধে গোলশূন্য ম্যাচের পর পেনাল্টি শ্যুট আউট তিন তিনটে সেভ। আর তাতেই তৈরি হল ইতিহাস। এই প্রথম ইউরোর শ্যুট আউটে তিনটি পেনাল্টি সেভ করল কোনও গোলরক্ষক। আর দিয়োগো কোস্তার সুবাদেই পর্তুগালের দ্বিতীয়বার মহাদেশ সেরা হওয়ার স্বপ্ন জিইয়ে রইল। অবশ্য স্লোভেনিয়াকে হারালেও শেষ আটে রোনাল্ডোর প্রতিপক্ষ কিন্তু বেশ কঠিন। কিলিয়ান এমবাপেদের ফ্রান্সের মুখোমুখি হতে হবে পর্তুগালকে। এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের দেখার জন্য এখন সমর্থকরা এখন থেকেই দিন গোনা শুরু করে দিয়েছেন।  


 






স্লোভেনিয়ার বিরুদ্ধে প্রত্যাশিতভাবেই পর্তুগাল ম্যাচের শুরুটা বেশি ভালভাবে করেছিল। রাফায়েল লিয়াও, রুবেন ডিয়াজ় শুরুতেই ভাল সুযোগ পান। রোনাল্ডো অল্পের জন্য বার্নাডো সিলভার ক্রসে সংযোগ ঘটাতে ব্যর্থ হন। স্লোভেনিয়া ম্যাচে ধীরে ধীরে পাল্টা লড়াই শুরু করে। তবে পর্তুগিজরাই গোলের বেশি ভাল সুযোগগুলি পাচ্ছিলেন। রোনাল্ডো জোড়া সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। তাঁর একটি হেডার স্লোভেনিয়া অধিনায়ক ইয়ান ওব্ল্যাক প্রতিহত করেন, আর ৩৫ মিনিটের মাথায় তাঁর ফ্রি-কিক অল্পের জন্য তেকাঠির উপর দিয়ে বেরিয়ে যায়। স্লোভেনিয়ার হয়ে বেঞ্জামিন সেস্কো দূরপাল্লার একটি শট নেন। তবে তাতে লাভের লাভ হয়নি। বরং অল্পের জন্য পালিনহার শট পোস্টে লেগে ফিরে আসে। 


দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই গোলের বড় সুযোগ নষ্ট করেন বার্নাডো। রোনাল্ডোর ফ্রি-কক বাঁচান ওব্ল্যাক। সেস্কো স্লোভেনিয়ার হয়ে গোলের সুবর্ন সুযোগ পান। তবে কোস্তাকে ওয়ান অন ওয়ান পেয়েও তিনি গোল করতে ব্যর্থ হন। রোনাল্ডো ম্য়াচের একেবারে শেষ মুহূর্তে দলকে জেতাতে পারতেন। তবে ৩৯ বছর বয়সি মহাতারাকাকে দুরন্তভাবে ফের একবার রুখে দেন ওব্ল্যাক। 


অতিরিক্ত সময়ে দিয়োগো জটা পর্তুগালের হয়ে দুরন্ত রান নিয়ে পেনাল্টি বক্সে প্রবেশ করেন। ফাউল হন। পেনাল্টি পায় পর্তুগাল। তবে এক্ষেত্রেও ফের একবার স্লোভেনিয়ার ত্রাতা গোলরক্ষক ওব্ল্যাক। রোনাল্ডোর পেনাল্টি প্রতিহত করে তা পোস্টে ঠেলে দেন ওব্ল্যাক। অপরদিকে, কোস্তাও কিন্তু সেরা ফর্মে ছিলেন। সেস্কোর বড় সুযোগ প্রতিহত করেন তিনি। অতিরিক্ত সময়েও ম্যাচ গোলশূন্য থাকায় তা পেনাল্টিতে গড়ায়। সেখানে কোস্তা তিনটি শটই সেভ করেন। রোনাল্ডো, ব্রুনো ফার্নান্ডেজ় ও বার্নাডো গোল করায় পর্তুগাল পরের রাউন্ডে পৌঁছে যায়।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: আত্মঘাতী গোলে জয়ী ফ্রান্স, ইউরোর কোয়ার্টার ফাইনালে এমবাপে বনাম রোনাল্ডো?