ডাসেলডর্ফ: এ যেন ২০১৮ সালের বিশ্বকাপের রিপিট টেলিকাস্ট।


২০১৮ সালের ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও বেলজিয়াম (FRA vs BEL)। সেই ম্যাচে বেলজিয়ামকে হারিয়ে ফাইনালে উঠেছিল ফ্রান্স। শেষ পর্যন্ত ট্রফিও জিতে নিয়েছিলেন কিলিয়ান এমবাপেরা (Kylian Mbappe)।


সোমবার ডাসেলডর্ফে ফের নক আউট পর্বে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও বেলজিয়াম। সেই ম্যাচে আত্মঘাতী গোল করে বসল বেলজিয়াম। গোটা ম্যাচে আর কোনও গোল হয়নি। ১-০ গোলে বেলজিয়ামকে হারিয়ে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন এমবাপে, আঁতোয়া গ্রিজম্যানেরা। কোয়ার্টার ফাইনালে তাঁদের ম্যাচ পড়বে পর্তুগাল ও স্লোভেনিয়া ম্যাচের বিজয়ী দলের সঙ্গে। যে ম্যাচ সোমবার ভারতীয় সময় মাঝরাত পেরিয়ে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্জিয়ার কাছে হারতে হলেও স্লোভেনিয়ার বিরুদ্ধে ম্যাচে ফেভারিট হিসাবেই নামবে পর্তুগাল। তাই, শেষ আটের ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বনাম কিলিয়ান এমবাপে টক্করের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বরং ফুটবলপ্রেমীরা এখন থেকেই জমজমাট একটা লড়াইয়ের অপেক্ষা শুরু করে দিয়েছেন।


সোমবার ডাসেলডর্ফ এরিনার ম্যাচে আর্সেনালের লেফ্ট উইঙ্গার লিয়ান্দ্রো ত্রসার্দকে রিজার্ভ বেঞ্চে রেখে শুরু করেছিল বেলজিয়াম। অন্যদিকে ফ্রান্স দুশ্চিন্তায় ছিল দেম্বেলের ফর্ম নিয়ে। চলতি ইউরো কাপে দেম্বেলে নিজে কোনও গোল তো করেননিই, কোনও গোলে সহায়তাও করেননি। 


ফিফা ব়্যাঙ্কিংয়ে এক দল দুইয়ে। আর এক দল তিনে। তাই ম্যাচে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, অনুমেয় ছিল। হলও তাই। ম্যাচের শুরুতে অবশ্য ছিল ফ্রান্সের দাপট। শুরু থেকে বেলজিয়াম বক্স লক্ষ্য করে আক্রমণ করতে থাকেন গ্রিজম্যান, এমবাপেরা। ৩২৪ মিনিটে থুরামের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।


 






দ্বিতীয়ার্ধে মাঝমাঠের রাশ ধরে নেন বেলজিয়ামের কেভিন দ্য ব্রুইন। লুকাকু একবার গোল করার সুযোগ পেয়েও ব্যর্থ হন। ম্যাচের ৮৫ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন ভার্তোনঘেন। সেই গোলেই ম্যাচের ফয়সালা হয়ে যায়।


টুর্নামেন্টে দুটি হলুদ কার্ড দেখায় পরের ম্যাচে খেলতে পারবেন না আদ্রিয়ে ব়্যাবিও। 


আরও পড়ুন: কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে মেসিদের প্রতিপক্ষ কারা, নির্ধারিত হয়ে গেল


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।