রিয়াধ: পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ও জর্জিনা রডরিগেজ় (Georgina Rodriguez) 'পাওয়ার কাপল' হিসাবেই পরিচিত। দীর্ঘদিন ধরেই দুইজনে একসঙ্গে রয়েছেন। এবার অবশেষে তাঁদের ভালবাসা পরিণতি পাচ্ছে। রোনাল্ডো ও জর্জিনা বাগদান সেরে ফেলেছেন। অন্তত এমনটাই মনে করা হচ্ছে।
রোনাল্ডোর ও জর্জিনা, দুইজনেই সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় নিজেদের মতামত প্রকাশে কেউই পিছপা হন না। সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জর্জিনার তরফে দুইজনের বাগদানের খবর সকলকে জানানো হয়। জর্জিনা সোশ্যাল মিডিয়ায় আঙুলে একটি হীরের আংটি পরিহিত একটি ছবি শেয়ার করেন। সেখানে জর্জিনা ক্যাপশনে লেখেন, 'হ্যাঁ আমি, এই জন্ম এবং আমার সব জন্মের জন্য রাজি।' এই পোস্টের পরেই নেটিজেনদের ধারণা দুইজনে গোপনেই বাগদান সেরে ফেলেছেন।
রোনাল্ডো ও জর্জিনা প্রায় এক দশক ধরে একে অপরকে ডেট করছেন। 'সিআর৭'-র বহু চড়াই উতরাইয়ের সাক্ষী থেকেছেন তাঁর আর্জেন্তাইন-স্প্যানিশ বান্ধবী। দুইজনের একসঙ্গে চার সন্তানও রয়েছে। সপ্তাহখানেক আগেই জর্জিনা সোশ্যাল মিডিয়ায় একটি গেট টু গেদারেরও ছবি শেয়ার করেছিলেন। সম্ভবত সেই দিনই কাছের বন্ধুবান্ধব ও পরিবারকে সাক্ষী রেখে দুইজনে বাগদান সেরেছেন বলে অনুমান করা হচ্ছে।
প্রসঙ্গত, রোনাল্ডো নতুন চুক্তি সই করার পরার পর আল নাসরের হয়ে নতুন উদ্দীপনার সঙ্গে যেন মাঠে নেমেছেন। প্রাক মরশুমে তাঁকে অনবদ্য গোল স্কোরিং ফর্মে দেখিয়েছে। তিনি শেষ পাঁচ ম্যাচে আট গোল তো করেইছেন। প্রাক মরশুমে টুলুসের বিরুদ্ধে এক, রিও আভের বিরুদ্ধে হ্যাটট্রিক ও আলমেরিয়ার বিরুদ্ধে জোড়া গোল করেছেন।
সৌদি ক্লাবের হয়ে যোগ দেওয়ার পর থেকে রোনাল্ডো ক্লাবের হয়ে একের পর এক গোল করলেও, দলকে খেতাব জেতাতে পারেননি। এবার সেই আক্ষেপ দূর করার লক্ষ্যে পুরো উদ্যোমে মাঠে নামতে চলেছেন পর্তুগিজ মহাতারকা। ইতিমধ্যেই স্বদেশীয় জাও ফেলিক্সকে সই করিয়েছে আল নাসর। স্পেনের আন্তর্জাতিক দলের ডিফেন্ডার ইনিগো মার্তিনেজও রোনাল্ডোদের দলে যোগ দিয়েছেন। নতুন মরশুমে নতুন উদ্যম ও দলের শক্তি বাড়িয়ে আল নাসর কাঙ্খিত খেতাব জিততে সক্ষম হয় কি না এবার সেটাই দেখার।