নয়াদিল্লি: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo), মতান্তরে বিশ্বের সর্বকালের সর্বসেরা ফুটবলার। তাঁর জনপ্রিয়তার ধারেকাছেও কারুর পক্ষে আসাটা বেশ কঠিন। দিনকয়েক আগেই ইউটিউব চ্যানেল খুলে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। এবার এক নয়া ইতিহাস রচনা করলেন 'সিআর৭'। 


সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মিলিয়ে রোনাল্ডোর ফলোয়ারের সংখ্যা গিয়ে দাঁড়াল এক বিলিয়ন। শুধু ক্রীড়াবিদ হিসাবে নয়, প্রথম ব্যক্তি হিসাবে এই কৃতিত্ব গড়লেন পর্তুগিজ মহাতারকা। রোনাল্ডোর ইউটিউব অ্যাকাউন্ট মাত্র এক সপ্তাহেই ৫০ মিলিয়ন সাবস্ক্রাইবারের গণ্ডি পার করে। সেই সফরে একগুচ্ছ রেকর্ড গড়েছেন তিনি। ৩৯ বছর বয়সি কিংবদন্তি ফুটবলারের ইনস্টাগ্রামে রয়েছে ৬৩৯ মিলিয়ন ফলোয়ার। ফেসবুকে সেই সংখ্যাটা ১৭০.৫ মিলিয়নে। এক্সে ১১৩ মিলিয়ন মানুষ রোনাল্ডোকে ফলো করেন।


তাঁর এই জনপ্রিয়তা, তাঁকে ঘিরে উন্মাদনা হয়তোই আর এর আগে কোনওদিন কাউকে ঘিরে দেখা গিয়েছে। এই অসাধারণ কৃতিত্বের পর নিজের অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন রোনাল্ডো। তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেখেন, 'আমরা ইতিহাস গড়েছি- ১ মিলিয়ন ফলোয়ার্স। এটা শুধুমাত্র একটা সংখ্যা নয়। এটা আমাদের সম্মিলিত প্যাশন, খেলার প্রতি ভালবাসার এবং আরও অনেককিছুর মেলবন্ধন।'


 






মাদেইরার ছোট্ট শহর থেকে শুরু করে বিশ্বের নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের এই লড়াইটা রোনাল্ডো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন। তবে এখনও সেরাটা বাকি রয়েছে বলে জানান তিনি। 'মাদেইরার রাস্তা থেকে বিশ্বের সর্বসেরা মঞ্চগুলি, যেখানেই খেলি না কেন, আমি আমার পরিবার এবং আপনাদের জন্যই খেলেছি। এবার আমরা এক বিলিয়ন। সবসময় সব চড়াই, উতরাইয়ে আপনারা সঙ্গে থেকেছেন। এই সফরটা আমরা একসঙ্গে মিলে করেছি। আমাদের বেঁধে রাখা সম্ভব নয়। আমার ওপর আস্থা রাখা, আমায় সমর্থন করা এবং আমার জীবনের অঙ্গ হওয়ার জন্য অনেক ধন্যবাদ। এখনও সেরাটা বাকি রয়েছে। আমরা এভাবেই এগিয়ে যাব, জিতব।' বলেন পর্তুগিজ মহাতারকা। 







আরও পড়ুন: ২৫ ইঞ্চির বাইসেপ্স, ৬১ ইঞ্চির ছাতি, বডি বিল্ডিংয়ের জগৎ কাঁপানো তারকার ৩৬-এই জীবনাবসান