নয়াদিল্লি: বয়স তার ৪০ ছুঁই ছুঁই। প্রতিদিনই নিয়ম করে কব়ে নতুন নতুন ইতিহাস গড়ছেন তিনি। জাতীয় দলের জার্সি গায়ও যে এখনও অপরিহার্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। নেশনস লিগে (Nations League) পোল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিল পর্তুগাল। পৌঁছল টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনালে। ম্যাচে রোনাল্ডো জোড় গোল করেন যার মধ্যে একটি আসে বাইসাইকেল কিক থেকে। এই গোল দেখেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল। 


 






 


ম্যাচের শুরুতে পোল্যান্ডকেই কিন্তু বেশি ভাল ছন্দে দেখাচ্ছিল। তবে পোলিশরা নিজেদের সুযোগগুলি কাজে লাগাতে পারেনি। তারই খেসারত দিতে হল। ম্যাচের শেষ ২০ মিনিটে চার চারটি গোল হজম করতে হয় পোল্যান্ডকে। ম্যাচের প্রথমার্ধে দুই দলের কেউই কোনও গোল করতে পারেনি। রোনাল্ডো প্রথমার্ধের একেবারে শেষ লগ্নে সুযোগ পেলেও, তাঁর ভলি তিনি তেকাঠির মধ্যে রাখতে পারেননি। গোটা পর্তুগাল দলই প্রথমার্ধে একটিও শট গোলের মধ্যেই রাখতে পারেনি। ম্যাচের ৫৮ মিনিটে পর্তুগাল পিছিয়েই পড়ত। তবে গোলরক্ষক দিয়োগো কোস্তা অনবদ্য সেভ করে ম্যাচ গোলশূন্যই রাখেন।


এর ঠিক এক মিনিট পরেই নুনো মেন্ডেজ়ের কর্নার থেকে পর্তুগালকে এগিয়ে দেন রাফায়েল লিয়াও। এরপর রোনাল্ডো পেনাল্টিতে রোনাল্ডো পানেনকায় পর্তুগালের ব্যবধানে দ্বিগুণ করেন। ব্রুনো ফার্নান্ডেজ তৃতীয় গোলটি করেন। পেদ্রো নেটোর পা থেকে আসে চতুর্থ গোলটি। ম্যাচের ৮৭ তম মিনিটে রোনাল্ডো সেই অন্যবদ্য বাইসাইকেল কিকে স্কোর ৫-০ করেন। ডমিনিক ৮৮ মিনিটে পোল্যান্ডের হয়ে একটি গোল করলেও, তা সান্ত্বনা ছাড়া কিন্তু আর কিছুই ছিল না। 


এই জয়ের সুবাদে এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ এ১ থেকে শীর্ষে থেকে নেশনস লিগের শেষ আটে নিজেদের জায়গা পাকা করে নিলেন রোনাল্ডোরা।অপরদিকে, ইউরো চ্যাম্পিয়ন স্পেন আগেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিল। লা রোহাও কিন্তু ডেনমার্কের বিরুদ্ধে জয় পেল। পর্তুগাল, স্পেনের পাশাপাশই ফ্রান্স, জার্মানি ও ইতালিও ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনাালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: নতুন কোচের তত্ত্বাবধানে প্রথম জয়ের লক্ষ্যে ভারত, কোথায়, কখন, কবে দেখবেন মালয়েশিয়া ম্যাচ?