নয়াদিল্লি: সপ্তাহান্তে ইভান রাকিতিচ, ইয়ানিক ক্যারাস্কোদের আল শাবাবের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩-২ স্কোরলাইনে জয় পায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) আল নাসর (Al Nassr)। কিন্তু সেই ম্যাচে সেলিব্রেশনের সময় দর্শকদের দিকে নিজের অশালীন অঙ্গভঙ্গির জেরে সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন রোনাল্ডো। এবার তাঁকে নির্বাসিতই করা হল।


রবিবারের ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডোর গোল উদযাপনের সময় আল শাবাবের সমর্থকদের দিকে অশালীন অঙ্গভঙ্গি করার একাধিক ভিডিও ভাইরাল হয়। আল শাবাব সমর্থকদের তরফ থেকে রোনাল্ডোকে লক্ষ্য করে তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির নাম নিয়ে রণধ্বনি দেওয়া হয় বলে খবর। তারপরেই 'সিআর৭' গ্যালারিতে উপস্থিত আল শাবাবের সমর্থকদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি করেন বলে অভিযোগ।


এর জেরেই বুধবার, ২৮ ফেব্রুয়ারি সৌদি ফুটবল ফেডারেশনের নিয়মরক্ষা কমিটির তরফে রোনাল্ডোকে নির্বাসিত করা হয়। এক ম্য়াচের জন্য নির্বাসিত হয়েছেন রোনাল্ডো। এই কমিটির তরফে আরও জানানো হয়েছে যে রোনাল্ডোকে সৌদি ফেডারেশনকে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা দিতে হবে। পাশাপাশি এই গোটা ঘটনায় অভিযোগ জানানোর জন্য খরচ হওয়া ২০ হাজার সৌদি রিয়াল ক্ষতিপূরণ দিতে হবে আল শাবাবকে।


এই সিদ্ধান্ত রোনাল্ডোর অপছন্দ করলেও, তাঁর কাছে মেনে নেওয়া ব্যতীত আর কোনও বিকল্প নেই। কারণ সৌদি ফেডারেশনের নিয়মরক্ষা কমিটি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে রোনাল্ডো আপিল করতে পারবেন না। রোনাল্ডোর এমন অঙ্গভঙ্গি করার ঘটনা কিন্তু নতুন নয়। গত এপ্রিলেও আল হিলালের বিরুদ্ধে ম্যাচে আল নাসর ২-০ হারার পর ডাগ আউটে যাওয়ার সময়ও রোনাল্ডো এমনই অশালীন অঙ্গভঙ্গি করেছিলেন বলে অভিযোগ। তবে এবার তাঁকে কড়া শাস্তির মুখে পড়তে হল।   


নির্বাসিত পোগবা


গত সেপ্টেম্বরে প্রাথমিকভাবে নির্বাসিত হয়েছিলেন। অপেক্ষা ছিল দ্বিতীয় রিপোর্টের। সেই রিপোর্ট আসার পরে, বৃহস্পতিবার নির্বাসিত হলেন পল পোগবা (Paul Pogba)। ফ্রান্সের বিশ্বজয়ী মিডফিল্ডারকে চার বছরের জন্য নির্বাসিত করা হল। টেস্টোস্টেরন ব্যবহারের জন্য জুভেন্তাসের (Juventus) হয়ে ক্লাব ফুটবল খেলা তারকাকে নির্বাসিত করা হল। 


গত ২০ অগাস্ট ইতালিয়ান সেরি আ-তে উদিনেসের বিরুদ্ধে জুভেন্তাস ৩-০ গোলে জয় পেয়েছিল। সিরি আ মরশুমের এই প্রথম ম্যাচের পর পোগবার বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ উঠেছিল। ফরাসি ফুটবলার ওই ম্যাচটি অবশ্য খেলেননি। কিন্তু ম্যাচ পরবর্তী মাদক পরীক্ষার অংশ হিসেবে সেই দিন তাঁর নমুনা নেওয়া হয়েছিল। এরপর পরীক্ষা করে পোগবার দেহে অতিরিক্ত মাত্রার টেস্টোটেরোন পেয়েছিল ইতালির ডোপিং বিরোধী সংস্থা এনএডিও। সংস্থার তরফে জানানো হয়েছিল, পোগবা ডোপিং বিরোধী আইন ভঙ্গ করেছেন। ফরাসি ফুটবলারের শরীরে ‘নন-এনডোজোনোস টেস্টোস্টেরন মেটাবোলিটস’ পাওয়া গেছে বলে তারা জানিয়েছে। পোগবার 'বি' নমুনাতেও রিপোর্ট পজিটিভ আসায় তাঁকে চার বছরের জন্য নির্বাসিত করা হল।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: তোরা যে যা বলিস ভাই... সমালোচনা গায়ে মাখেন না, জানালেন হার্দিক