নয়াদিল্লি: গত সেপ্টেম্বরে প্রাথমিকভাবে নির্বাসিত হয়েছিলেন। অপেক্ষা ছিল দ্বিতীয় রিপোর্টের। সেই রিপোর্ট আসার পরে, বৃহস্পতিবার নির্বাসিত হলেন পল পোগবা (Paul Pogba)। ফ্রান্সের বিশ্বজয়ী মিডফিল্ডারকে চার বছরের জন্য নির্বাসিত করা হল। টেস্টোস্টেরন ব্যবহারের জন্য জুভেন্তাসের (Juventus) হয়ে ক্লাব ফুটবল খেলা তারকাকে নির্বাসিত করা হল। 


গত ২০ অগাস্ট ইতালিয়ান সেরি আ-তে উদিনেসের বিরুদ্ধে জুভেন্তাস ৩-০ গোলে জয় পেয়েছিল। সিরি আ মরশুমের এই প্রথম ম্যাচের পর পোগবার বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ উঠেছিল। ফরাসি ফুটবলার ওই ম্যাচটি অবশ্য খেলেননি। কিন্তু ম্যাচ পরবর্তী মাদক পরীক্ষার অংশ হিসেবে সেই দিন তাঁর নমুনা নেওয়া হয়েছিল। এরপর পরীক্ষা করে পোগবার দেহে অতিরিক্ত মাত্রার টেস্টোটেরোন পেয়েছিল ইতালির ডোপিং বিরোধী সংস্থা এনএডিও। সংস্থার তরফে জানানো হয়েছিল, পোগবা ডোপিং বিরোধী আইন ভঙ্গ করেছেন। ফরাসি ফুটবলারের শরীরে ‘নন-এনডোজোনোস টেস্টোস্টেরন মেটাবোলিটস’ পাওয়া গেছে বলে তারা জানিয়েছে।


এর জেরেই গত সেপ্টেম্বরের পর থেকে বিয়ানকোনেরির জার্সিতে পোগবাকে খেলতে দেখা যায়নি। প্রথম পরীক্ষার পর প্রাথমিকভাবে তাঁকে নির্বাসিত করা হয়েছিল। জুভেন্তাসের তরফে এই সময়কালে পোগবাকে যত কম বেতনে রাখা সম্ভব, সেই বেতনে রাখা হয়েছিল। তবে 'বি' নমুনাতেও ফল পজিটিভ আসায় তাঁকে এবার চার বছরের নির্বাসনের মুখে পড়তে হল।


পোগবা নিজের শরীরে কী ওষুধ নিচ্ছেন, সেই বিষয়ে তাঁর প্রতিনিধিদের তরফে পিয়ারফিলিপ্পো লাভিয়ানি, যিনি এই গোটা বিষয়টা নিয়ে তদন্ত করেন, তাঁকে জানানো হয়েছিল বটে। তবে লাভিয়ানির সামনে এই যুক্তি খাটেনি। নিজেদের স্বপক্ষে যথেষ্ট প্রমাণ দিতে পারেননি পোগবার প্রতিনিধিরা। এই সিদ্ধান্তের পর ৩০ বছর বয়সি তারকার ফুটবল ভবিষ্যৎ নিয়েই প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেল।


ম্যাঞ্চেস্টার ইউনাইউটেড থেকে জুভেন্তাসে ফিরেছিলেন পোগবা। ২০২৫ সাল পর্যন্ত তুরিনের ক্লাবের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিলেন তিনি। তবে এই নির্বাসনের পর জুভেন্তাসের তরফে তাঁর চুক্তি বাতিল করা হতে পারে বলেই খবর। পোগবার তরফে কোর্ট অফ অ্যাব্রিবিয়েশন ফর স্পোর্টে এই নির্বাসনের বিরুদ্ধে আবেদন করা হবে বলেই শোনা যাচ্ছে। তাতে সিদ্ধান্ত বদল হবে কি না, সেই নিয়ে সন্দেহ রয়েছে বটে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: আন্তর্জাতিক মঞ্চে বিরাট সাফল্য বঙ্গ দাবাড়ুর, সোনা জিতলেন মিত্রাভ