বুয়েনস আইরস: ফুটবল পায়ে তাঁর দক্ষতায় মুগ্ধ ছিল আট থেকে আশি সকলে। মতান্তরে তাঁকে সর্বকালের সেরা ফুটবলার মনে করার লোকের অভাব নেই। তবে দিয়েগো মারাদোনার (Diego Maradona) জীবনে কোনও সময়ই বিতর্কের অভাব ছিল না। তাঁর মৃত্যু ঘিরেও রয়েছে বিস্তর তত্ত্ব। এবার তাঁর পুত্রের এক দাবিতে চারিদিকে শোরগোল পড়ে গিয়েছে।


দিয়েগো আর্মান্দো মারাদোনা জুনিয়রের (Diego Armando Maradona Junior) দাবি তাঁর বাবা, আর্জেন্তাইন কিংবদন্তি মারাদানকে মেরে ফেলা হয়েছে। এমনকী কে তাঁর বাবার সঙ্গে এমনটা করতে পারেন, সেই বিষয়েও তিনি অনুমান করতে পারেন বলে জানান মারাদোনা জুনিয়র। তাঁর দাবি মারাদোনাকে বাঁচিয়ে তোলার কোনওরকম চেষ্টা না করে, তাঁকে ভাগ্যের ভরসায় ফেলে রাখা হয়েছিল। তিনি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে দাবি করেন, 'তদন্ত এখনও চলছে। আমরা, ওনার সন্তানদের সকলেরই আর্জেন্তাইন বিচারব্যবস্থার ওপর ভরসা রয়েছে।আমি নিশ্চিত যে বিষয়টা এমনভাবে শেষ হওয়ার কথা ছিল না।'


তিনি যোগ করেন, 'ওরা আমার বাবাকে মেরে ফেলেছে। ওরা কারা, সেই বিষয়ে আমার একটা আন্দাজ রয়েছে বটে, তবে সেটা আমি বলতে পারব না। ওরা বাবার জন্য কিছু না করে বাবাকে ভাগ্যের ভরসায় ফেলে রেখে দিয়েছিল। আমি নিজেকে কথা দিয়েছি যে আমৃত্যু পর্যন্ত আমি ন্যায়বিচারের জন্য লড়াই চালিয়ে যাব।'


নেপলসে জন্ম মারাদোনা জুনিয়রের। তাঁর মাতা ক্রিস্টিনা সিনাগ্রা। দীর্ঘদিন তাঁর সঙ্গে তাঁর বাবার তেমন যোগাযোগই ছিল না। কিন্তু শেষমেশ মারাদোনার সঙ্গে বেশ খানিকটা সময় কাটাতে পারেন তিনি। তাঁর বাবার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে অকপট মারাদোনা জুনিয়র। 'আমার বাবা না থাকার যন্ত্রণাটা কোনওদিনও কমবে না। তবে সবাই ওঁর প্রতি যে ভালবাসাটা দেখায়, সেটাই খানিক হলেও যন্ত্রণাটা কমে। আমি সবসময়ই জীবনের ইতিবাচক দিকটা দেখার চেষ্টা করি। বাবার পরিচয় পাওয়ার জন্য আমি আমার মা এবং বাকি সকলের সঙ্গে বহু লড়াই করেছি। শেষমেশ আমি বাবার সান্নিধ্যে যেতে পারি। আমাদের সম্পর্ক আর পাঁচজন বাবা-ছেলের মতোই ছিল। চারটে বছর খুবই সুন্দর কেটেছে।' বলে জানান তিনি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন: কলকাতায় পৌঁছে গেলেন হাবাস, মোহনবাগান সমর্থকদের উদ্দেশে কী বার্তা?