কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগে (ISL) মোহনবাগান সুপার জায়ান্টের (MBSG) পারফরম্যান্স প্রত্যাশিত না হওয়ায় সরে গিয়েছিলেন কোচ হুসান ফেরান্দো। তাঁর পরিবর্তে কোচ করা হয়েছিল আন্তোনিও লোপেজ় হাবাসকে। দায়িত্ব নেওয়ার পর সোমবার কলকাতায় এলেন সবুজ-মেরুন শিবিরের কোচ হিসাবে আগেও আইএসএল জেতা হাবাস।


সোমবার কলকাতায় চলে এলেন মোহনবাগানের নতুন কোচ আন্তোনিও লোপেজ় হাবাস (Antonio Lopez Habas)। সোমবার সকালেই শহরে এলেন তিনি। মঙ্গলবার সকালে ভুবনেশ্বরে যাবেন তিনি। যেখানে এখন চলছে কলিঙ্গ সুপার কাপ। কলকাতা ডার্বিতে সম্ভবত তাঁকেই মোহনবাগানের ডাগ আউটে দেখা যেতে চলেছে। শহরে এসে হাবাস জানিয়েছেন, সবুজ-মেরুন সমর্থকদের প্রত্যাশাপূরণের আপ্রাণ চেষ্টা করবেন তিনি।


চলতি মরসুমের শুরুতেই হাবাসকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিযুক্ত করেছিল মোহনবাগান। হুয়ান ফেরান্দোকে সরিয়ে তাঁকেই নতুন কোচ হিসাবে নিযুক্ত করা হয়। পুরনো মুখেই ভরসা রেখেছে সবুজ-মেরুন শিবির। সেই হাবাসও মরিয়া দলকে চাঙ্গা করে তুলতে। বলেছেন, “কলকাতাকে বরাবরই নিজের দ্বিতীয় বাড়ি বলে মনে করি। শহরের ফুটবলপ্রেমী মানুষ আমার খুব প্রিয়। শতাব্দীপ্রাচীন মোহনবাগানে আবার কাজ করার সুযোগ দেওয়ার জন্য কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার কাছে কৃতজ্ঞ। মোহনবাগানকে সেরা দল বানানোর চেষ্টা করব। সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে চাই। অনেক সম্মান পেয়েছি এই শহরের থেকে। সেটা ধরে রাখাই আমার কাজ।”


কার্যত কোচ ছাড়াই সবুজ-মেরুন সুপার কাপের প্রথম দুটো ম্যাচ খেলেছে। সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা টিম সামলেছেন। প্রথম ম্যাচে শ্রীনিদি ডেকানকে ২-১ হারিয়েছিল টিম। পরের ম্যাচে হায়দরাবাদ এফসিকে একই স্কোরলাইনে হারিয়েছে। পর পর দুটো ম্যাচ জেতায় মনোবল তুঙ্গে টিমের। হাবাস যোগ দিলে ডার্বির ছকও সাজিয়ে নিতে পারবেন। সুপার কাপের এই গ্রুপ নিশ্চিত ভাবে কঠিন। গ্রুপ থেকে একটিই টিম যাবে সেমিফাইনালে। মোহনবাগানের কাছে ডার্বি যে কারণে খুব গুরুত্বপূর্ণ। হাবাস কলকাতায় সবে পা দিলেও টিমের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। ক্লিফোর্ডের সঙ্গে নিয়মিত কথা বলেছেন ফোনে। টিমের শক্তি, দুর্বলতা ভালই জানেন তিনি।                                                     


আরও পড়ুন: খারাপ আবহাওয়ায় শেষ দিন খেলাই হল না, মুঠোয় থাকা ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়েই ফিরছে বাংলা