কলকাতা: ডুরান্ড কাপে কাল ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান দ্বৈরথ। এর আগে কলকাতা লিগের ডার্বিতে মোহনবাগানকে ২-১ গোলে হারিয়ে দিয়েছিল লাল হলুদ শিবির। এবার ফের একবার মাঠে ইলিশ-চিংড়ির দ্বৈরথ। ডুরান্ড কাপের ডার্বিতে অবশ্য়ই চোখ রাখবেন তো?
কাদের ম্যাচ?
আজ ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান লড়াই
কোথায় ম্যাচ?
ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সুপারজায়ান্ট মহারণ হবে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গন
কখন শুরু?
ম্য়াচ শুরু হবে সন্ধে ৭ থেকে
কোথায় দেখবেন ম্যাচ?
সোনি স্পোর্টস নেটওয়ার্কে খেলা হবে, সোনি ৩, সোনি ৪, সোনি ৫
অনলাইনে কীভাবে দেখবেন ম্য়াচ?
সোনি লিভে দেখতে পারবেন ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান দ্বৈরথ
ডুরান্ড কাপে এখনও পর্যন্ত দুটো দল মোট ২২ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৯ ম্য়াচ জিতেছে লাল হলুদ বাহিনী। ৮টি ম্য়াচ জিতেছে সবুজ মেরুন বাহিনী। আর ৫ ম্য়াচ ড্র হয়েছিল। মোহনবাগানের নতুন কোচ হয়ে আসার পর হোসেন মলিনার জন্য এটাই প্রথম ম্য়াচ হতে চলেছে। পেত্রাতস, কামিংসরাই মলিনার আসল অস্ত্র। ডার্বিতে একটা ড্র দরকার শুধু, তাহলেই সবুজ মেরুন শিবির পরের রাউন্ডে চলে যাবে। মোহনবাগানে নতুন বিদেশি হিসেবে যোগ দিয়েছেন গ্রেগ স্টুয়ার্ট ও জেমি ম্যাকলারেন। তবে তাঁরা একাদশে শুরু থেকে খেলবেন কি না তা বলা যাচ্ছে না। এর আগে কামিংস জানিয়েছিলেন, ''ইস্টবেঙ্গল এফসি-র বিরুদ্ধে ম্যাচ মানেই বিশাল ম্যাচ। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা ওই ম্যাচের জন্য তৈরি হচ্ছি। ম্যাচটা জিততেই নামব আমরা। ফুটবল উপভোগ করছি। তা ছাড়া সঙ্গে ভাল ভাল ফুটবলার রয়েছে যখন, আমার কাজটা তাই এখন সোজা হয়ে গিয়েছে।''
অন্য়দিকে, শুক্রবার ইস্টবেঙ্গলের অনুশীলনে নেমে পড়লেন আনোয়ার আলি। সতীর্থদের সঙ্গে পুরোদমে ট্রেনিং করেন আনোয়ার। লাল-হলুদ জনতা হা পিত্যেশ করে অপেক্ষা করছে একটি প্রশ্নের উত্তর পেতে। আর সেটা হল, রবিবারের ডুরান্ড কাপের বড় ম্যাচে ইস্টবেঙ্গলের রক্ষণ আগলাতে কি দেখা যাবে আনোয়ারকে? চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে কি রক্ষণের স্তম্ভকে পাবে ইস্টবেঙ্গল?
আলতাইন আসিরের বিরুদ্ধে এএফসি কাপে লাল-হলুদের রক্ষণের দুর্বলতা চোখে পড়েছে সকলেরই। গোল করার ক্ষেত্রে ইস্টবেঙ্গল ফুটবলাররা দক্ষতা দেখালেও, রক্ষণে কিন্তু ফাঁকফোকর দেখা গিয়েছে। জাতীয় দলের ডিফেন্ডার আনোয়ার নামলে এই দুর্বলতা এড়ানো সম্ভব বলেই মনে করেছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: ডোপ কেলেঙ্কারিতে জড়িয়ে আজীবন ক্রিকেট থেকে নির্বাসিত শ্রীলঙ্কার নিরোশান ডিকেওয়েলা