কলকাতা: আর সপ্তাহ খানেক পরেই মরশুমের প্রথম কলকাতা ডার্বি (Kolkata Derby)। তার দশ দিন আগে আধ ডজন গোলে ম্যাচ জিতে রীতিমতো আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Supergiant) শিবির। মরশুমের প্রথম ডার্বিতে সাফল্য পাওয়া নিয়ে বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছে সবুজ-মেরুন বাহিনীর বিদেশী তারকাদেরও। 


বৃহস্পতিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে চলতি ডুরান্ড কাপের গ্রুপ পর্বে তাদের দ্বিতীয় ম্যাচে ইন্ডিয়ান এয়ারফোর্সকে ৬-০-য় হারায় সবুজ-মেরুন বাহিনী। এই বিশাল জয়ের ফলে গোলের ব্যবধানের বিচারে ‘এ’ গ্রুপের শীর্ষে পৌঁছে গিয়েছে তারা। 


অর্থাৎ, আগামী ১৮ অগাস্ট যে ডার্বিতে মুখোমুখি হবে কলকাতার দুই প্রধান, সেই ম্যাচই কার্যত হতে চলেছে প্রি কোয়ার্টার ফাইনাল। কলকাতা ডার্বিতে জয়ী দলই এই গ্রুপ থেকে শেষ আটে জায়গা করে নেবে। তবে গোলের ব্যবধানের বিচারে যেহেতু মোহনবাগানই এগিয়ে, তাই এই ম্যাচ ড্র হলে মোহনবাগানই গ্রুপসেরা হিসেবে নক আউট পর্বের দরজা খুলে ফেলবে। 


ভারতীয় বায়ুসেনার বিরুদ্ধে পাঁচ মিনিটের মধ্যে গোল পেয়ে যান অস্ট্রেলীয় তারকা ফরোয়ার্ড জেসন কামিংস। দশ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান স্কটিশ ডিফেন্ডার টম অ্যালড্রেড। ৩৮ মিনিটের মাথায় দলকে তৃতীয় গোল এনে দেন লিস্টন কোলাসো। বিরতিতে তিন গোলে এগিয়ে ছিল তারা। ৬৫ মিনিটের মাথায় দূরপাল্লার শটে আশিস রাইয়ের অনবদ্য গোলের পর কামিংস তাঁর দ্বিতীয় গোলটি করেন ৭৬তম মিনিটে। সব শেষে স্টপেজ টাইমের প্রথম মিনিটে ছ’নম্বর গোলটি করেন দলের আর এক স্কটিশ তারকা মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্ট।


পরিবর্ত হিসেবে নেমে গোল পেয়ে খুশি স্টুয়ার্ট বলেন, ''মিনিট ১৫ মাঠে ছিলাম, তাতেই গোল পেয়েছি। যদিও ম্যাচটা জেতাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দলের সতীর্থদের জন্য খুবই খুশি আমি। ছ’গোলে জয় খুবই ভাল ফল। আরও গোল করতে পারতাম আমরা। তবে একসঙ্গে প্রথম ম্যাচ খেলছি। প্রত্যেকেই সত্যিই খুশি।''  


আইএসএলে দু’টি ক্লাবের লিগশিল্ড জয়ে অভিজ্ঞ স্টুয়ার্টের গুরুত্বপূর্ণ অবদান ছিল। ২০২১-২২ মরশুমে গোল্ডেন বল জেতেন তিনি। গত আইএসএলে মুম্বই ফুটবল এরিনায় প্রথমে গোল করে ও পরে অ্যাসিস্ট করে মোহনবাগান এসজি-কে ২-১-এ হারানো স্টুয়ার্ট আসন্ন ডার্বি নিয়ে বলেন, ''ডার্বির আগে আমাদের অনেক পরিশ্রম করতে হবে। এই শহরের মানুষের কাছে কলকাতা ডার্বির যে কী গুরুত্ব, তা খুব ভাল করেই জানি। আশা করি, সেই ম্যাচের আগে নিজেদের প্রস্তুত করে নেব এবং ভাল ফলও পাব। ডার্বিতে অবশ্যই গোল করতে চাই আমি।''


এর আগে মোহনবাগান এসজি-তে সই করার পর স্টুয়ার্ট বলেছিলেন, ''যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা ডার্বি খেলার প্রবল ইচ্ছা আমার মোহনবাগান এসজি-তে সই করার একটা বড় কারণ। এশিয়ার অন্যতম সেরা এই কলকাতা ডার্বি। এই ম্যাচে মাঠে নামার স্বপ্নও দেখি আমি। ভারতে অনেক কঠিন ম্যাচে জিতেছি। কিন্তু এই ডার্বি জেতার স্বাদ পাইনি। এ বার সেই স্বাদ পেতে চাই।'' 


ডার্বির আগের ম্যাচেই একসঙ্গে জোড়া গোল পেয়ে রীতিমতো উত্তেজিত অস্ট্রেলীয় তারকা জেসন কামিংস, যিনি গত আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে ১২টি গোল করেন। দলের সর্বোচ্চ গোলদাতা বলেন, “কোনও গোল না খেয়ে ছ’গোলে জয়ের পর দলের ছেলেরা সবাই আত্মবিশ্বাসী। ইস্টবেঙ্গল এফসি-র বিরুদ্ধে ম্যাচ মানেই বিশাল ম্যাচ। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা ওই ম্যাচের জন্য তৈরি হচ্ছি। ম্যাচটা জিততেই নামব আমরা। ফুটবল উপভোগ করছি। তা ছাড়া সঙ্গে ভাল ভাল ফুটবলার রয়েছে যখন, আমার কাজটা তাই এখন সোজা হয়ে গিয়েছে”। 


বৃহস্পতিবারের ম্যাচে পরিবর্ত হিসেবে নামা গ্রেগ স্টুয়ার্টকে ম্যাচের শেষ মুহূর্তে কার্যত গোল সাজিয়ে দেন জেসন কামিংস এবং ষষ্ঠ গোলটি করতে ভুল করেননি মুম্বই সিটির প্রাক্তন তারকা।                                                                                                                  তথ্য সংগ্রহ: আইএসএল