কলকাতা: দীর্ঘদিন পরে ডার্বিতে জয় ছিনিয়ে নিয়েছিল ইস্টবেঙ্গল। লাল হলুদ সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছিলেন যিনি যে দিমিত্রিয়স দিয়ামান্তাকসকে এবার ছেড়ে দিল ইস্টবেঙ্গল ক্লাব। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে দু পক্ষের সমঝোতাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লাবের পক্ষ থেকে সোশ্য়াল মিডিয়ায় দিমিকে ছেড়ে দেওয়ার বিষয়টি জানানো হয়েছে।

আগের মরশুমে তাঁর পা থেকে বেশি গোল দেখা যায়নি। ফর্মে ছিলেন না খুব একটা। কিন্তু চলতি মরশুমে ডুরান্ড কাপে দুর্দান্ত ফর্মে ছিলেন দিমি। চার ম্যাচে তিনটি গোল করেন ও একটি অ্য়াসিস্টও করতে দেখা যায় তাঁকে। ডার্বিতে মোহনবাগানের বিরুদ্ধে দিমির জোড়া গোলেই জয় ছিনিয়ে নেয় লাল হলুদ শিবির। কিন্তু হঠাৎ কেন ক্লাব ছাড়ার বিষয়ে সম্মতি জানালেন, তা অবশ্য এখনই জানা যায়নি।

আইএসএলে ২০২৩-২৪ মরশুমেকর আগেই দিয়ামান্তাকসকে সই করিয়েছিল লাল হলুদ। তাঁর আগের মরশুমে আইএসএলে গোল্ডেন বুট জিতেছিলেন তিনি। সাড়া ফেলে দিয়েছিলেন নিজের পারফরম্য়ান্সে। কেরালা ব্লাস্টার্সের হয়ে মোট ১৩টি গোল করেন। এরপরই লাল হলুদে নিয়ে আসা হয় তাঁকে। আইএসএলে তিনি কেরালা ব্লাস্টার্সে যোগ দেন ২০২২-এ এবং প্রথম দুই মরশুমে ৩৮টি ম্যাচে ২৩টি গোল করেন দিয়ামান্তাকস। ছ’টি গোলে অ্যাসিস্টও করেন। আইএসএলে প্রথম মরশুমে দশটি গোল করে তিনি বুঝিয়ে দিয়েছিলেন, আরও এক মরশুম থাকলে তিনি দলকে আরও সাফল্য এনে দিতে পারেন।

ইস্টবেঙ্গলে প্রথম মরশুম খুব একটা ভাল না গেলেও এই মরশুমে কিন্তু ছন্দেই ছিলেন। কিন্তু তবুও কোনও কারণেই হয়ত লাল হলুদ ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

ইরাকের বিরুদ্ধে হার ভারতের 

ফিফা র‌্যাঙ্কিংয়ে অনেক ওপরে থাকা ইরানের বিরুদ্ধে কাফা নেশনস কাপে সোমবার নেমেছিল ভারত । লক্ষ্য ছিল এশিয়ার সেরা ফুটবলখেলিয়ে দেশের বিরুদ্ধে লড়াই করা । সম্মানজনক ফল করা । তবে শেষরক্ষা করতে পারলেন না সন্দেশ জিঙ্ঘনরা । ইরানের কাছে ৩-০ গোলে হারতে হল ভারতকে । গোল করলেন আমির হোসেন, আলি পোরঘার এবং তারেমিম্যাচের প্রথমার্ধে কিছুটা লড়াই করেছিল ভারত । বিরতি পর্যন্ত ম্যাচের ফল ছিল গোলশূন্য । কিন্তু দ্বিতীয়ার্ধে ভারতের যাবতীয় প্রতিরোধ ভেঙে পড়ে । তিন গোল হজম করে বসে ভারতীয় দল । খালিদ জামিলের ছেলেদের কাছে যা বিরাট ধাক্কা ।