কলকাতা: চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan Super Giant) হারিয়ে ডুরান্ড কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) । যুবভারতী স্টেডিয়ামে রবিবার হাড্ডাহাড্ডি ম্যাচে সবুজ-মেরুন শিবিরে আঁধার নামিয়ে ম্যাচ জিতে নেয় লাল-হলুদ বাহিনি । যে জয়ের নায়ক দিমিত্রি দিয়ামান্তাকস । জোড়া গোল করে যিনি দলের জয়ের ভিত গড়ে দেন ।
ডার্বি জেতার পরই সেমিফাইনালের প্রস্তুতি শুরু হয়ে গেল ইস্টবেঙ্গল শিবিরে । সেমিফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কে? শেষ চারেও বাংলারই এক দলের চ্যালেঞ্জ সামলাতে হবে ইস্টবেঙ্গলকে । সেমিফাইনালে ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে নামবেন সউল ক্রেসপোরা । বুধবার, সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে হবে সেই ম্যাচ । ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার এফসি সেমিফাইনাল ম্যাচ হবে সন্ধ্যা সাতটায় ।
সেমিফাইনালে উঠে উচ্ছ্বাসে গা ভাসাতে নারাজ ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon) । গত মরশুমে এমনই এক ডার্বির কয়েক ঘণ্টা আগে ইস্টবেঙ্গলের দায়িত্ব নিতে কলকাতা এসেছিলেন ব্রুজো । ভোররাতে কলকাতায় পৌঁছেই সন্ধ্যায় লাল-হলুদ ডাগ আউটে হাজির হয়ে গিয়েছিলেন তিনি । যদিও সেই ম্যাচে হেরে গিয়েছিল ইস্টবেঙ্গল । পরের ম্যাচেও মোহনবাগানের কাছে হার মেনেছিল অস্কারের দল । কিন্তু রবিবার ডুরান্ড কোয়ার্টার ফাইনালে যেন সুদে-আসলে সব আক্ষেপ পুষিয়ে নিল কোচ অস্কার ব্রুজোর ইস্টবেঙ্গল । ম্যাচ শেষে লাল-হলুদ কোচ বলেছেন, 'গতবছর ডার্বিতে আমরা ভাল খেলতে পারিনি । এবার সেই আক্ষেপ মেটালাম । পাশে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ ।'
ডার্বিতে খেলতে পারেননি মহম্মদ রশিদ । পিতৃবিয়োগের জন্য শুক্রবার রাতেই বাড়ি ফিরে গিয়েছিলেন তিনি । রবিবার চিরপ্রতিদ্বন্দ্বীদের ডুরান্ড কাপ থেকে ছিটকে দেওয়ার পর ইস্টবেঙ্গল শিবিরেও শুধু প্যালেস্টাইনের মিডফিল্ডারের কথা । এই জয় রশিদকেই উৎসর্গ করেছেন ইস্টবেঙ্গলের কোচ-ফুটবলাররা ।দলের স্প্যানিশ মিডফিল্ডার সউল ক্রেসপো বলেছেন, 'আমরা রশিদের পাশেই রয়েছি । ওকেই আজকের এই জয় উৎসর্গ করছি আমরা ।' ব্রুজো ইঙ্গিত দিয়েছেন, সেমিফাইনালে রশিদ খেলবেন । তিনি ফিরে আসছেন কলকাতায় । হামিদের চোটও তেমন গুরুতর নয় বলে খবর লাল-হলুদ শিবিরের খবর । তিনি সেমিফাইনালে খেলবেনব বলেই পূর্বাভাস ।