East Bengal: খেলতে হবে বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে, চ্যালেঞ্জ লিগে ইস্টবেঙ্গলের গ্রুপে আর কারা রয়েছেন?

ABP Ananda Updated at: 22 Aug 2024 04:33 PM (IST)
Edited By: Rishav Roy

AFC Challenge League: এএফসি চ্যালেঞ্জ লিগের এই ম্যাচগুলি ২৬ অক্টোবর থেকে ২ নভেম্বরের মধ্যে খেলা হবে। প্রতিটি গ্রুপের খেলাগুলি একটি শহরে রাউন্ড-রবিন ফরম্যাটে হবে।

কবে থেকে শুরু এএফসি চ্যালেঞ্জ লিগ? (ছবি: পিটিআই)

NEXT PREV

কুয়ালালামপুর: এএফসি চ্যালেঞ্জ লিগ (AFC Challenge League) ২০২৪-২৫-এর গ্রুপ এ-তে নেজমেহ এসসি (লেবানন), বসুন্ধরা কিংস (বাংলাদেশ) এবং পারো এফসি-র (ভুটান) সঙ্গে রাখা হয়েছে ইস্ট বেঙ্গল এফসিকে (East Bengal)। বৃহস্পতিবার কুয়ালালামপুরে এএফসি হাউসে হয় এই টুর্নামেন্টের গ্রুপবিন্যাস।











গ্রুপ পর্বে মোট পাঁচটি গ্রুপ রয়েছে। তিনটি গ্রুপে পশ্চিম থেকে চারটি করে দল আছে এবং পূর্ব থেকে দুটি গ্রুপে তিনটি করে দল আছে। এই ম্যাচগুলি ২৬ অক্টোবর থেকে ২ নভেম্বরের মধ্যে হবে। প্রতিটি গ্রুপের খেলাগুলি একটি শহরে রাউন্ড-রবিন ফরম্যাটে হবে। গ্রুপ এ-এর ম্যাচগুলি পারোর ঘরের মাঠ থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে হবে।


চলতি মাসে চ্যাম্পিয়ন্স লিগ টু-এর বাছাইপর্বে তুর্কমেনিস্তানের আলটিন আসির এফসি-র কাছে ২-৩ ব্যবধানে হারে লাল-হলুদ বাহিনী। যার ফলে তারা এখন এএফসি চ্যালেঞ্জ লিগে অংশগ্রহণ করবে। ড্রয়ে ইস্টবেঙ্গলকে পট ১-এ রাখা হয়েছিল। ২০১৫ এএফসি কাপের পর এই প্রথম ইস্টবেঙ্গল কোনও মহাদেশীয় ক্লাব প্রতিযোগিতার গ্রুপ পর্বে খেলবে। তাদের সেরা পারফরম্যান্স ছিল ২০১৩ এএফসি কাপে, যেখানে তারা সেমি-ফাইনালে পৌঁছেছিল।


নেজমেহ এসসি, ২০০৫ এএফসি কাপের রানার্স-আপ, ২০২৩-২৪ লেবানিজ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হিসেবে এএফসি চ্যালেঞ্জ লিগে যোগ্যতা অর্জন করেছে। অতীতে ২০১০ এএফসি কাপের গ্রুপ পর্বে নেজমেহর মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। সে বার তারা ০-৩ ব্যবধানে অ্যাওয়ে ম্যাচ এবং ০-৪ ব্যবধানে হোম ম্যাচে পরাজিত হয়েছিল।


বসুন্ধরা কিংস ২০২৩-২৪ বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হিসেবে এই টুর্নামেন্টে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। এটি হবে তাদের পঞ্চম ধারাবাহিক এএফসি ক্লাব প্রতিযোগিতার গ্রুপ পর্বে উপস্থিতি। পারো এফসি, ২০২৩ ভুটান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন, কোয়ালিফাইং রাউন্ডে চার্চ বয়েজ ইউনাইটেড (নেপাল) কে পরাজিত করে মহাদেশীয় ক্লাব প্রতিযোগিতার গ্রুপ পর্বে তাদের আত্মপ্রকাশ করবে।


গ্রুপ পর্ব থেকে মোট আটটি দল কোয়ার্টার ফাইনালে উঠবে। তিনটি গ্রুপ বিজয়ী এবং পশ্চিম থেকে সেরা রানার-আপ, এবং পূর্ব থেকে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি ফিনিশার। ডাবল-লেগের কোয়ার্টার-ফাইনালগুলি আগামী বছর ৫ থেকে ১৩ মার্চের মধ্যে হবে। সেমি-ফাইনালগুলি ৯ থেকে ১৭ এপ্রিলের মধ্যে হবে এবং এর বিজয়ীরা ১০ মে ফাইনালে মুখোমুখি হবে।
























আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলবেন রোহিতরা, সূচি প্রকাশ করল বিসিসিআই 

Published at: 22 Aug 2024 04:32 PM (IST)

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.