লিসবন: তাঁকে মনে করা হয় ফুটবল মাঠে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা তারকা। বর্তমান ফুটবল বিশ্বের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তাঁর সমতুল্য একমাত্র আর্জেন্তিনার মহাতারকা লিওনেল মেসি (Lionel Messi)।
সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এবার একটি বিশ্বরেকর্ড গড়ে ফেললেন। নিজের ইউটিউব চ্যানেল খুললেন পর্তুগিজ মহাতারকা। আর সেই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ইতিহাস গড়ল। আত্মপ্রকাশের মাত্র ৯০ মিনিটের মধ্যেই রোনাল্ডোর চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ছাড়িয়ে যায় ১০ লক্ষ! ইউটিউবের ইতিহাসে আগে এমনটা ঘটেনি।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ইউটিউব চ্যানেলের নাম 'UR Cristiano'। ২৪ ঘণ্টার মধ্যে রোনাল্ডোর চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা পৌঁছেছে ১ কোটিতে। যা অবিশ্বাস্য শোনাচ্ছে বিশ্বের প্রথম সারির ইউটিউবারদের কাছেও।
পর্তুগিজ সুপারস্টার বুধবার নিজের ইনস্টাগ্রামে জানান, এবার তিনি নতুন ভাবে সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ করতে চলেছেন। ইতিমধ্যেই ফেসবুক, ইনস্টাগ্রামের মতো একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি যথেষ্ট জনপ্রিয়। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিদের মধ্যে প্রথম সারিতে রয়েছে সি আর সেভেনের নাম। সমস্ত সোশ্যাল মিডিয়া মিলিয়ে তাঁর ফলোয়ারের সংখ্যা অবিশ্বাস্য। ৯০০ মিলিয়ন! ৯০ কোটি!
এবার ইউটিউবের মঞ্চে যাত্রা শুরু করলেন সি আর সেভেন। ইউটিউবে নিজের নতুন চ্যানেল খুলে ফেললেন। UR Cristiano নামে এই চ্যানেল শুরু করার কথা অনেকদিন ধরেই ভেবেছিলেন বলে জানিয়েছেন রোনাল্ডো। অবশেষে চ্যানেল খুলতে পেরে খুশি আল নাসের তারকা। জানিয়েছেন, ফুটবল ছাড়াও অন্যান্য খেলা নিয়েও এই চ্যানেলে ভিডিও আপলোড করবেন তিনি। ভবিষ্যতে তাঁর চ্যানেলে অতিথিদের সঙ্গে আলাপচারিতা করতেও দেখা যেতে পারে ৩৯ বছর বয়সী মহাতারকাকে।
ইউটিউব চ্যানেল প্রকাশ্যে আসতেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে রোনাল্ডোর সাবস্ক্রাইবার। যে সময়ে একটা ফুটবল ম্যাচ শেষ হয়, সেই ৯০ মিনিটেই ১ মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায় চ্যানেলের।
আরও পড়ুন: আজ ফের নামছেন নীরজ চোপড়া, কখন-কোথায় দেখবেন কিংবদন্তির জ্যাভলিন থ্রো?