কলকাতা: দলের দুই নির্ভরযোগ্য মিডফিল্ডারের বেরিয়ে যাওয়াই ওড়িশা এফসি-র বিরুদ্ধে (East Bengal vs Odisha FC) তাদের অনেকটা পিছিয়ে দেয় বলে মনে করেন ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজোন (Oscar Bruzon)। তা সত্ত্বেও তাঁর দলের ছেলেদের যে পারফরম্যান্স ও লড়াকু মানসিকতা দেখা গিয়েছে, তার প্রশংসা করেন স্প্যানিশ কোচ। তাঁর আশা, দলের এই মানসিকতাই আগামী ম্যাচে তাদের লড়াই জারি রাখতে সাহায্য করবে।


বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচের ১২ মিনিটের মাথায় পায়ে গুরুতর চোট নিয়ে মাঠ ছাড়েন ইস্টবেঙ্গলের ফরাসী মিডফিল্ডার মাদি তালাল। প্রথমার্ধের শেষ দিকে ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় আর এক নির্ভরযোগ্য মিডফিল্ডার জিকসন সিংহ-কেও। তা সত্ত্বেও দমে যায়নি লাল-হলুদ বাহিনী। দ্বিতীয়ার্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে ও লালচুঙনুঙ্গার গোলে এগিয়েও যায়। যা দু’মিনিটের মধ্যে শোধ হয়ে যায়। ৭৫ মিনিট পর্যন্ত ওড়িশাকে ঠেকিয়ে রেখে নিজেরাও একাধিক গোলের সুযোগ তৈরি করে শেষ পর্যন্ত ৮১ মিনিটের মাথায় হুগো বুমৌসের গোলে তাদের লড়াই শেষ হয়ে যায়।


আরও এক ম্যাচে লড়াই করেও হেরে যাওয়ার পর লাল-হলুদ বাহিনীর কোচ অস্কার সাংবাদিকদের বলেন, 'মাদি ও জিকসনের বেরিয়ে যাওয়া আমাদের পক্ষে খুবই খারাপ হয়েছে। ওড়িশার প্রথম গোলটাও আমাদের দুর্ভাগ্যের জন্য হয়েছে। ওই ভাবে গোল না হলে হয়তো ফল ১-০-ই থেকে যেত। আমাদের দলের ছেলেরা আজ যে মানসিকতা নিয়ে মাঠে নেমেছিল, যা খেলেছে ওরা, তাতে এই ম্যাচে আমাদের হারার কথা নয়'।


ওড়িশার দুই বিদেশি তারকা দিয়েগো মরিসিও ও হুগো বুমৌসের প্রশংসা করে অস্কার বলেন, 'আসলে ম্যাচের শেষ দিকে ওড়িশার দুই বিদেশি ফুটবলারই তফাৎ গড়ে দেয়। ওদের মধ্যে একটা দারুন বোঝাপড়া ছিল। কিন্তু আমাদের বিদেশিদের চোট-আঘাতের যা অবস্থা। আজকের ম্যাচে যার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল, সেই মাদি তালাল ম্যাচের শুরুতেই চোট পেয়ে যাওয়ায় আমাদের সমস্যা আরও বাড়ে।'


পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে ঘরের মাঠে পরবর্তী ম্যাচের আগে আর মাত্র চার দিন সময় পাবেন। এই সময়ের মধ্যে দলকে ঘুরে দাঁড় করানো যে বেশ কঠিন কাজ, তা জানিয়ে অস্কার বলেন, 'দলটা ক্রমশ ছন্দ ফিরে পাচ্ছিল। কিন্তু এই মুহূর্তে চোট-আঘাত, কার্ড সমস্যা নিয়ে যা পরিস্থিতি, সমস্যা আরও বাড়ল। তবে আমাদের ছেলেরা কতটা লড়াকু, তার প্রমাণ তারা আজই দিয়েছে। আশা করি, সেই মানসিকতা পরের ম্যাচগুলোতেও বজায় থাকবে এবং আমরা লড়াই চালিয়ে যাব'।


বিদেশিদের চোট-আঘাতের যা অবস্থা, তাতে পাঞ্জাবের বিরুদ্ধে পুরো দল বাছাই করতেও বেগ পেতে হবে স্প্যানিশ কোচকে। তিনি বলেন, 'পরের ম্যাচে চার বিদেশিকে মাঠে নামাতে না পারলে সমস্যা তো আরও বাড়বে। কিন্তু নিজেদের ফের প্রস্তুত করে তুলতেই হবে'।


(তথ্য: আইএসএল মিডিয়া)


আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্তাসের বিরুদ্ধে হার ম্যান সিটির, জয় বার্সোলোনার, জিতল মিলান, আর্সেনালও