নয়াদিল্লি: ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) সময়টা একেবারেই ভাল যাচ্ছে না। এমনিতেই লিগে পর পর হতাশাজনক ফলাফল তো ছিল, চ্যাম্পিয়ন্স লিগেও (UEFA Champions League) পেপ গুয়ার্দিওলার দল তিন ম্যাচে জয়হীন। এবার জুভেন্তাসের (Juventus) বিরুদ্ধে হারতে হল সিটিজ়েনদের। তবে গুয়ার্দিওলার প্রাক্তন দল বার্সেলোনা (Barcelona) কিন্তু হাড্ডাহাড্ডি ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডকে পরাজিত করে পরের রাউন্ডে নিজেদের জায়গা পাকা করে ফেলল। অপরদিকে, শেষ মুহূর্তের গোলে জয় পেল এসি মিলান। ৩-০ স্কোরলাইনে মোনাকোকে পরাজিত করে আর্সেনাল।