নয়াদিল্লি: ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) সময়টা একেবারেই ভাল যাচ্ছে না। এমনিতেই লিগে পর পর হতাশাজনক ফলাফল তো ছিল, চ্যাম্পিয়ন্স লিগেও (UEFA Champions League) পেপ গুয়ার্দিওলার দল তিন ম্যাচে জয়হীন। এবার জুভেন্তাসের (Juventus) বিরুদ্ধে হারতে হল সিটিজ়েনদের। তবে গুয়ার্দিওলার প্রাক্তন দল বার্সেলোনা (Barcelona) কিন্তু হাড্ডাহাড্ডি ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডকে পরাজিত করে পরের রাউন্ডে নিজেদের জায়গা পাকা করে ফেলল। অপরদিকে, শেষ মুহূর্তের গোলে জয় পেল এসি মিলান। ৩-০ স্কোরলাইনে মোনাকোকে পরাজিত করে আর্সেনাল।
UEFA Champions League: চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্তাসের বিরুদ্ধে হার ম্যান সিটির, জয় বার্সোলোনার, জিতল মিলান, আর্সেনালও
ABP Ananda
Updated at:
12 Dec 2024 07:57 AM (IST)
Edited By: Rishav Roy
Barcelona: হাড্ডাহাড্ডি ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল বার্সেলোনা। পরের রাউন্ডে পৌঁছনাও নিশ্চিত করে ফেলল কাতালান ক্লাব।
ম্যান সিটিকে হারিয়ে জুভেন্তাসের জয়ের উচ্ছ্বাস (ছবি: জুভেন্তাস এক্স)
NEXT
PREV
ফুটবল (football) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
Published at:
12 Dec 2024 07:57 AM (IST)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -