প্যারিস: অলিম্পিক্সের (Olympics 2024) প্রথম দিনই বিতর্ক। আর্জেন্তিনা বনাম মরক্কোর ফুটবল ম্যাচে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছল যে, ফিফার দ্বারস্থ হল লিওনেল মেসির (Lionel Messi) দেশের ফুটবল সংস্থা।
অলিম্পিক্স ফুটবলে গ্রুপ পর্বে প্রথম ম্যাচে মরক্কোর কাছে ২-১ গোলে হেরে গেল আর্জেন্তিনা। এমনকী, ফিফার ওয়েবসাইটে যে ম্যাচ ২-২ গোলে অমীমাংসিত দেখিয়ে দেওয়া হয়েছিল, সেই ম্যাচে হেরেই গেল অলিম্পিক্সে ২ বারের সোনাজয়ী লা আলবিসেলেস্তেরা (Argentina vs Morocco)।
অলিম্পিক্সের আনুষ্ঠানিক উদ্বোধন হবে শুক্রবার, ২৬ জুলাই। তবে বিভিন্ন ইভেন্ট শুরু হয়ে গিয়েছে বুধবার থেকে। প্রথম দিনই নাটকীয় দৃশ্য দেখা গেল আর্জেন্তিনা বনাম মরক্কো ফুটবল ম্যাচে। আর্জেন্তিনার সমতা সূচক গোল বাতিল করা হল ২ ঘণ্টা পরে। ম্যাচে ২ গোলে পিছিয়ে ছিল আর্জেন্তিনা। সেন্ট এতিয়েন স্টেডিয়ামে পরে এক গোল শোধ করে আর্জেন্তিনা। ম্যাচে ১৬ মিনিট সংযুক্ত সময় দেওয়া হয়। একেবারে শেষ মুহূর্তে সমতা ফেরায় আর্জেন্তিনা। কিন্তু এরপরই দর্শক হাঙ্গামায় বন্ধ করে দিতে হয় ম্যাচ। মাঠে বোতল, আতসবাজি উড়ে আসে। সকলে ধরেই নিয়েছিলেন যে, ম্যাচ ড্র হয়ে গিয়েছে। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার ওয়েবসাইটেও দেখিয়ে দেওয়া হয়, ম্যাচ ২-২ অমীমাংসিতভাবে শেষ হয়েছে।
কিন্তু নাটকের তখনও বাকি ছিল। উদ্যোক্তারা জানিয়ে দেন, ম্যাচ এখনও শেষ হয়নি। প্রায় ২ ঘণ্টা পর স্টেডিয়াম দর্শকশূন্য করে দিয়ে ম্যাচ শুরু করা হয়। প্রথমেই ভার প্রযুক্তির সাহায্যে ১০৬ মিনিটে করা আর্জেন্তিনার গোল বাতিল করেন রেফারি। তারপর মিনিট তিনেক খেলা হয়। শেষ বাঁশি বাজিয়ে দেন রেফারি। আর্জেন্তিনা ১-২ গোলে ম্যাচে হেরে যায়।
গোটা ঘটনায় ফুঁসছে আর্জেন্তিনা শিবির। লিওনেল মেসি পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় লিখে দিয়েছেন, 'অবিশ্বাস্য।' আর্জেন্তিনার অলিম্পিক্স দলের কোচ হাভিয়ের মাসচেরানো বলেছেন, 'আমার গোটা জীবনে এরকম সার্কাস দেখিনি।'
আর তারপরই বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার কাছে নালিশ করেছে আর্জেন্তিনা ফুটবল সংস্থা। ফিফা এ ব্যাপারে কী পদক্ষেপ করে, দেখার অপেক্ষায় আর্জেন্তিনার ফুটবলপ্রেমীরা।
আরও পড়ুন: ভারতকে হারাতে ভারতীয় কোচের কাছেই গোপন প্র্যাক্টিস! ফাঁস করলেন কিংবদন্তি জয়সূর্য
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।