কলকাতা: তিন বিদেশি ফুটবলারকে বিদায় জানাল ইস্টবেঙ্গল এফসি। ভেনেজুয়েলার ফরোয়ার্ড রিচার্ড সেলিস, ক্যামেরুনের মেসি বৌলি এবং স্পেনের হেক্টর ইউস্তেকে ছেড়ে দিল লাল-হলুদ শিবির। নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ঘোষণা করে তারা।
এই পোস্টে তিন বিদেশিকে তাঁদের অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে লেখা হয়েছে, ''ক্লাবের পক্ষ থেকে হেক্টর ইউস্তে, রিচার্ড সেলিস ও রাফায়েল মেসি বৌলিকে তাঁদের অবদানের জন্য ধন্যবাদ জানাতে চায়। ভবিষ্যতের জন্য তাদের শুভেচ্ছা জানাই।''
মেসি বৌলি জানুয়ারিতে চিনের লিগ ওয়ান ক্লাব শিজিয়াঝুয়াং গংফু থেকে ফ্রি ট্রান্সফারে লাল-হলুদ ব্রিগেডে যোগ দেন এবং সেই সময়ে ক্লাবের হয়ে আটটি ম্যাচে অংশ নিয়ে তিনটি গোল করেন ও একটি অ্যাসিস্ট করেন।
অন্যদিকে, ভেনেজুয়েলার ফরোয়ার্ড সেলিস, যিনি জানুয়ারির দলবদলেই দলে যোগ দিয়েছিলেন, ন’টি ম্যাচ খেলেও কোনও গোল বা অ্যাসিস্ট করতে পারেননি।
মোহনবাগান সুপার জায়ান্ট থেকে গত মরশুমের আগে যোগ দেওয়া ইউস্তে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫টি ম্যাচ খেলেছেন এবং দুটি গোলে অ্যাসিস্ট করেছেন।
গত আইএসএলে একেবারেই ভাল পারফর্ম করতে পারেনি ইস্টবেঙ্গল। কিন্তু তারপরও অস্কার ব্রুজোনের কাঁধেই দায়িত্ব বহাল রেখেছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। স্প্য়ানিশ কোচের চুক্তির মেয়াদ আরও এক বছরের জন্য বাড়িয়ে দিয়েছে ক্লাব। ফলে ২০২৫-২৬ মরশুমের শেষ পর্যন্ত লাল-হলুদ বাহিনীর হেড কোচের দায়িত্বে থাকছেন অস্কার ব্রুজোন। তাঁর প্রশিক্ষণে গত মরশুমে এএফসি চ্যালেঞ্জ লিগের প্রথম আসরে গ্রুপ ‘এ’-তে শীর্ষস্থান অর্জন করে লাল-হলুদ বাহিনী এবং কোয়ার্টার ফাইনালে পৌঁছয়। মরশুমের মাঝপথে দায়িত্ব নেওয়ার পর, এই স্প্যানিশ কোচ ইস্টবেঙ্গলকে ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে তাদের সর্বোচ্চ পয়েন্ট (২৮) অর্জন করতে সাহায্য করেন। যদিও মরশুমের শুরুটা খুব একটা ভাল না হওয়ায় শেষটাও তেমন ভাল হয়নি।
তবে যে অবস্থায় দায়িত্ব নিয়ে যে জায়গায় তিনি দলকে পৌঁছে দেন, সম্ভবত তার পুরস্কার হিসেবেই আরও এক বছরের জন্য তাঁকে বহাল রাখল ইস্টবেঙ্গল এফসি। অস্কারের ভবিষ্যৎ পরিকল্পনায় পূর্ণ সমর্থন জানিয়ে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, “কোচ অস্কার দলের মধ্যে একটি নতুন লক্ষ্য ও উদ্দীপনা এনেছেন। ক্লাবের শিরোপা জয়ের লড়াইয়ে তাঁর নিষ্ঠা এবং খেলোয়াড়-সমর্থকদের অনুপ্রাণিত করার ক্ষমতা তাঁকে আমাদের ক্লাবের ভবিষ্যতের জন্য আদর্শ নেতা করে তুলেছে। তথ্য সংগ্রহ: আইএসএল মিডিয়া