কলকাতা: গত আইএসএলের সর্বোচ্চ গোলদাতা দিমিত্রিয়স দিয়ামান্তাকোসকে নেওয়ার পর এ বার গত মরশুমে লিগে সবচেয়ে বেশি অ্যাসিস্ট দেওয়া ফরাসি মিডফিল্ডার মাদি তালালকে (Madih Talal) সই করাল ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। বৃহস্পতিবার ক্লাবের পক্ষ থেকে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। গত মরশুমে পাঞ্জাব এফসি-র হয়ে খেলে ছ’টি গোল করেছিলেন ও দশটি গোলে অ্যাসিস্ট করেছিলেন তালাল। ২৬ বছর বয়সি সেই প্লেমেকার আগামী মরশুমে খেলবেন লাল হলুদ জার্সি গায়ে।
East Bengal: গত আইএসএলের সর্বোচ্চ গোলদাতার পর, সর্বাধিক অ্যাসিস্ট দেওয়া তারকাও সই করলেন ইস্টবেঙ্গলে
ABP Ananda
Updated at:
27 Jun 2024 07:08 PM (IST)
Edited By: Rishav Roy
Madih Talal: গত মরশুমে পাঞ্জাব এফসি-র হয়ে খেলে ছ’টি গোল করেছিলেন ও দশটি গোলে অ্যাসিস্ট করেছিলেন তালাল।
আক্রমণবিভাগে আরও শক্তি বাড়াল ইস্টবেঙ্গল (ছবি: আইএসএল)
NEXT
PREV
ফুটবল (football) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
Published at:
27 Jun 2024 07:08 PM (IST)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -