East Bengal: গত আইএসএলের সর্বোচ্চ গোলদাতার পর, সর্বাধিক অ্যাসিস্ট দেওয়া তারকাও সই করলেন ইস্টবেঙ্গলে

ABP Ananda Updated at: 27 Jun 2024 07:08 PM (IST)
Edited By: Rishav Roy

Madih Talal: গত মরশুমে পাঞ্জাব এফসি-র হয়ে খেলে ছ’টি গোল করেছিলেন ও দশটি গোলে অ্যাসিস্ট করেছিলেন তালাল।

আক্রমণবিভাগে আরও শক্তি বাড়াল ইস্টবেঙ্গল (ছবি: আইএসএল)

NEXT PREV

কলকাতা: গত আইএসএলের সর্বোচ্চ গোলদাতা দিমিত্রিয়স দিয়ামান্তাকোসকে নেওয়ার পর এ বার গত মরশুমে লিগে সবচেয়ে বেশি অ্যাসিস্ট দেওয়া ফরাসি মিডফিল্ডার মাদি তালালকে (Madih Talal) সই করাল ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। বৃহস্পতিবার ক্লাবের পক্ষ থেকে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। গত মরশুমে পাঞ্জাব এফসি-র হয়ে খেলে ছ’টি গোল করেছিলেন ও দশটি গোলে অ্যাসিস্ট করেছিলেন তালাল। ২৬ বছর বয়সি সেই প্লেমেকার আগামী মরশুমে খেলবেন লাল হলুদ জার্সি গায়ে।












এ দিন ইস্টবেঙ্গলের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক চুক্তি অনুযায়ী, আগামী দুই মরশুমের জন্য, অর্থাৎ ২০২৫-২৬-এর শেষ পর্যন্ত তালাল তাদের হয়ে খেলবেন। অর্থাৎ, আগামী মরশুমে আইএসএলের সর্বোচ্চ গোলদাতা দিয়ামান্তাকোস, আই লিগের সর্বোচ্চ গোলদাতা ডেভিড লাললাংসাঙ্গা ও কলিঙ্গ সুপার কাপের সর্বোচ্চ গোলদাতা ক্লেটন সিলভার সঙ্গে লাল-হলুদ আক্রমণে দেখা যাবে গত আইএসএলের সর্বোচ্চ অ্যাসিস্ট দেওয়া তারকা তালালকে। এ ছাড়াও লাল-হলুদ আক্রমণে নাওরেম মহেশ সিং, নন্দকুমার শেকর, পিভি বিষ্ণু, সায়ন বন্দোপাধ্যায় ও সিকে আমনরাও রয়েছেন। সব মিলিয়ে কার্লেস কুয়াদ্রাতের দলের আক্রমণ বিভাগে এক দুর্দান্ত কম্বিনেশন তৈরি হতে চলেছে।

মাদি তালালের দলে যোগ দেওয়া প্রসঙ্গে হেড কোচ কুয়াদ্রাত ক্লাব মিডিয়াকে বলেন, 'আইএসএলের প্রথম মরশুমেই যে বিদেশীরা দুর্দান্ত খেলেছে, তাদের মধ্যে তালাল অন্যতম। ওর দক্ষতা ওর দলের (পাঞ্জাব এফসি) আক্রমণকে আরও ধারালো করে তুলেছিল। শুধু সর্বোচ্চ সংখ্যক গোলে অ্যাসিস্ট করাই নয়, ও নিজে অনেকগুলো গোলও করে। আমাদের সঙ্গে কথাবার্তার পর ও আইএসএলের অন্যান্য ক্লাবের প্রস্তাবের চেয়ে ইস্টবেঙ্গলের প্রস্তাবকেই বেশি গুরুত্ব দেয়। ও যে আমাদের প্রকল্পে যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে, তা জানার পরই এই সিদ্ধান্ত নেয়'।

অগাস্টে ভারতে আসার পর তালাল পাঞ্জাব এফসি-র হয়ে আইএসএলে ২২টি ও কলিঙ্গ সুপার কাপে তিনটি ম্যাচ খেলেন। আইএসএলে পাঞ্জাবের দল যে ছ’টি জয় পায়, তার মধ্যে পাঁচটিতেই হয় গোল, নয় অ্যাসিস্ট করেন তালাল। দুর্দান্ত বল নিয়ন্ত্রণ ক্ষমতার অধিকারী ও তৎপর এই আক্রমণাত্মক মিডফিল্ডার গত আইএসএলে ৪২টি সফল ড্রিবল করেন, যা গত মরশুমে তাঁর নজিরগুলির মধ্যে অন্যতম ছিল। গত মরশুমে সবচেয়ে বেশি গোলের সুযোগ তৈরি করা খেলোয়াড়দের তালিকায় তিনি ছিলেন দু’নম্বরে।

ভারতে আসার আগে ফ্রান্স, স্পেন ও গ্রিসের ক্লাব ফুটবলে খেলা এই প্রতিভাবান মিডফিল্ডার তাঁর ইস্টবেঙ্গলে যোগ দেওয়া প্রসঙ্গে বলেন, 'ভারতীয় ফুটবলে ইস্টবেঙ্গলের অবদান প্রচুর। তাই এ রকম এক ক্লাবে যোগ দিতে পেরে আমি গর্বিত। নতুন ক্লাবের সতীর্থদের সঙ্গে আলাপ করার অপেক্ষায় আছি। ক্লাবের সমর্থকদেরও মুখোমুখি হতে চাই। ওরাই তো এই ক্লাবকে বিশেষ জায়গায় নিয়ে গেছে'।

গত মরশুমে আইএসএলে নয় নম্বরে থেকে লিগ শেষ করে ইস্টবেঙ্গল। প্লে-অফের দোরগোড়ায় পৌঁছেও তারা শেষ পর্যন্ত পরপর ব্যর্থতার ফলে নয়ে নেমে যায়। তবে মরশুমের অন্য দুই টুর্নামেন্টে ভাল ফল করে। কলিঙ্গ সুপার কাপে চ্যাম্পিয়ন হয় তারা এবং ডুরান্ড কাপে রানার্স-আপ হয়। সম্প্রতি আগামী মরশুমের জন্য আরও ভাল দল গড়বেন বলে সমর্থকদের আশ্বাস দিয়েছেন স্প্যানিশ কোচ কার্লস কুয়াদ্রাত। সম্ভবত সেই দিকেই এগোচ্ছে লাল হলুদ শিবির।


(তথ্য: আইএসএল মিডিয়া)














Published at: 27 Jun 2024 07:08 PM (IST)

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.