ISL 2024-25: বদলে যেতে পারে অনেক হিসেবনিকেশ, নতুন বছরে কলকাতার তিন প্রধান কাদের কাদের বিরুদ্ধে মাঠে নামবে?

ABP Ananda Updated at: 03 Jan 2025 04:42 PM (IST)
Edited By: Rishav Roy

Indian Football: আপাতত মোহনবাগান ৩২ পয়েন্ট নিয়ে আইএসএলে শীর্ষে রয়েছে, ১৪ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে ইস্টবেঙ্গল, আর ছয় পয়েন্ট নিয়ে সবার নীচে মহামেডান।

কোন দল কাদের বিরুদ্ধে মাঠে নামবে? (ছবি: আইএসএল এক্স)

NEXT PREV

কলকাতা: নতুন বছর ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2024-25) বরাবরই নতুন আশা নিয়ে আসে। শীর্ষস্থানীয় দলগুলোর সামনে তাদের অবস্থান আরও দৃঢ় করার সুযোগ আসে এই মাসেই। লড়াকু দলগুলোর জন্য এই মাস পরিস্থিতি বদলানোর সেরা সময়। বেঙ্গালুরু এফসি-র কথাই ধরুন। ২০২২-২৩ মরশুমে প্রথম ১২টি ম্যাচে মাত্র তিনটিতে জেতার পর জানুয়ারি থেকে টানা ১০টি ম্যাচ জিতে তারা ফাইনালে পৌঁছে যায়।











এই গুরুত্বপূর্ণ মাসে শীর্ষস্থানীয় দলগুলো তাদের ছন্দ হারাতে পারে। যেমন হয়েছিল কেরল ব্লাস্টার্স এফসি-র ক্ষেত্রে। ২০২৩ তারা শেষ করেছিল পয়েন্ট টেবলের শীর্ষে থেকে। কিন্তু ২০২৪ পড়তেই ১০টি ম্যাচের মধ্যে মাত্র দুটি জিততে পেরেছিল তারা এবং শেষ পর্যন্ত পঞ্চম স্থানে শেষ করে।


এই বিষয়টি মাথায় রেখেই গুরুত্বপূর্ণ জানুয়ারি মাসে কলকাতার তিন দলের ম্যাচগুলির সূচির দিকে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। প্রতিপক্ষদের সঙ্গে তাদের হেড টু হেড রেকর্ড ও তাদের বর্তমান ফর্মের বিশ্লেষণ করে দেখা যাক। Opta Power Rankings ব্যবহার করে আমরা পরিমাপ করতে পারি জানুয়ারি মাসে প্রতিটি দলের সূচি কতটা সহজ বা চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। সঙ্গে ২০২৫-এর জানুয়ারি মাসে তিন দলের ম্যাচ কতটা কঠিন, তার বিশ্লেষণও দেওয়া হল। যে দলের গড় রেটিং বেশি তাদের চ্যালেঞ্জ অপেক্ষাকৃত কঠিন।


মোহনবাগান সুপার জায়ান্ট – হায়দরাবাদ (হোম), ইস্টবেঙ্গল (হোম), জামশেদপুর (অ্যাওয়ে), চেন্নাইয়িন (অ্যাওয়ে), বেঙ্গালুরু (হোম)


এই নিয়ে দ্বিতীয়বার মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) কোনও ক্যালেন্ডার বছর শুরু করল আইএসএল টেবলের শীর্ষে থেকে। এর আগে ২০২০-২১-এ, তাদের প্রথম বছরেও এমনই হয়েছিল। মোহনবাগান গত তিন ক্যালেন্ডার বছরে প্রথম ম্যাচে জয়ের মুখ দেখেনি (২টি ড্র, ১টি হার)। এ বার অবশ্য জয় দিয়েই বছর শুরু করল তারা। ২০২১-এও বছরের প্রথম ম্যাচে জয়ী হয়েছিল তারা। ২-০-য় জিতেছিল নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে।
জানুয়ারি ২০২৫-এ তাদের পাঁচ প্রতিপক্ষের বিরুদ্ধে শেষ ১৫টি আইএসএল ম্যাচে ১২টিতে জিতেছে মোহনবাগান (১টি ড্র, ২টি হার)। ২০২৪-২৫ মরশুমে তারা হায়দরাবাদ এফসি, ইস্টবেঙ্গল এফসি, জামশেদপুর এফসি এবং চেন্নাইয়িন এফসি-কে হারিয়েছে এবং একটিও গোল হজম করেনি। একমাত্র বেঙ্গালুরু এফসি এ মরশুমে তাদের হারাতে পেরেছে, শ্রীকান্তিরাভা স্টেডিয়ামে, ৩-০-য়।


মোহনবাগান সুপার জায়ান্ট (গড় রেটিং ৫৯.২)


ম্যাচ ১, প্রতিপক্ষ- হায়দরাবাদ এফসি, রেটিং – ৫৫.৪


ম্যাচ ২, প্রতিপক্ষ- ইস্টবেঙ্গল এফসি, রেটিং – ৫৯.১


ম্যাচ ৩, প্রতিপক্ষ- জামশেদপুর এফসি, রেটিং – ৬০.১


ম্যাচ ৪, প্রতিপক্ষ- চেন্নাইয়িন এফসি, রেটিং – ৫৮.৫


ম্যাচ ৫, প্রতিপক্ষ- বেঙ্গালুরু এফসি, রেটিং – ৬২.৭


ইস্ট বেঙ্গল এফসি – মুম্বই (হোম), মোহনবাগান (অ্যাওয়ে), গোয়া (অ্যাওয়ে), ব্লাস্টার্স (হোম), মুম্বই (অ্যাওয়ে)


Opta Power Rankings অনুযায়ী জানুয়ারিতে ইস্টবেঙ্গল এফসি-র (East Bengal) প্রতিপক্ষদের গড় রেটিং সবচেয়ে বেশি, ৬৪.২। অর্থাৎ, বছরের প্রথম মাসে তাদের চ্যালেঞ্জই সম্ভবত সবচেয়ে কঠিন। গত তিন মরশুমে কোনও ক্যালেন্ডার বছরের প্রথম ম্যাচে জয় পায়নি ইস্টবেঙ্গল এফসি (২টি ড্র, ১টি হার)। সর্বশেষ ২০২১-এর প্রথম ম্যাচে জিতেছিল তারা। সে বার ৩-১-এ ওডিশা এফসি-কে হারিয়েছিল তারা। এই চারটি ম্যাচের কোনওটিতেই অবশ্য ক্লিন শিট রাখতে পারেনি লাল-হলুদ বাহিনী।


ইস্টবেঙ্গল এফসি (গড় রেটিং ৬৪.২)


ম্যাচ ১, প্রতিপক্ষ- মুম্বই সিটি এফসি, রেটিং – ৬৫.৩


ম্যাচ ২, প্রতিপক্ষ- মোহনবাগান এসজি, রেটিং – ৬৬.২


ম্যাচ ৩, প্রতিপক্ষ- এফসি গোয়া, রেটিং – ৬৪.৫


ম্যাচ ৪, প্রতিপক্ষ- কেরল ব্লাস্টার্স, রেটিং – ৫৯.৫


ম্যাচ ৫, প্রতিপক্ষ- মুম্বই সিটি এফসি, রেটিং – ৬৫.৩


মহমেডান স্পোর্টিং – নর্থইস্ট (অ্যাওয়ে), বেঙ্গালুরু (অ্যাওয়ে), চেন্নাইয়িন (হোম), মুম্বই (অ্যাওয়ে)


জানুয়ারিতে মহমেডান স্পোর্টিং-র (Mohammedan Sporting) চারটি ম্যাচের মধ্যে তিনটিই হবে প্রতিপক্ষের মাঠে। এ মরশুমে মহমেডান একমাত্র জয় পেয়েছে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে তাদের মাঠে। এই চেন্নাইয়িনের বিরুদ্ধেই জানুয়ারিতে একমাত্র হোম ম্যাচ খেলবে সাদা-কালো বাহিনী। এ পর্যন্ত ১০টি আইএসএল ম্যাচে জয়হীন রয়েছে তারা। লিগের অভিষেক মরশুমে যা দ্বিতীয় দীর্ঘতম জয়হীন সময়ের নজির (২০২৩-২৪ সালে পাঞ্জাব এফসি-র সমান)। এই তালিকায় সবার ওপরে রয়েছে হায়দরাবাদ এফসি, যারা ২০১৯-২০-তে ১৪টি ম্যাচে জয়হীন ছিল। আশা করা যায় মহমেডান স্পোর্টিং সেই নজির এড়িয়েই যেতে পারবে।


মহমেডান স্পোর্টিং (গড় রেটিং ৬১.৯)


ম্যাচ ১, প্রতিপক্ষ- নর্থইস্ট ইউনাইটেড, রেটিং – ৬০.৯


ম্যাচ ২, প্রতিপক্ষ- বেঙ্গালুরু এফসি, রেটিং – ৬২.৭


ম্যাচ ৩, প্রতিপক্ষ- চেন্নাইয়িন এফসি, রেটিং – ৫৮.৫


ম্যাচ ৪, প্রতিপক্ষ- মুম্বই সিটি এফসি, রেটিং – ৬৫.৩











(তথ্য: আইএসএল মিডিয়া)


আরও পড়ুন: হায়দরাবাদ ম্যাচ শেষ হতে না হতেই মোহনবাগান কোচ মোলিনার নজরে কলকাতা ডার্বি 

Published at: 03 Jan 2025 04:42 PM (IST)

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.