কলকাতা: আর জি কর হাসপাতালে (RG Kar Hospital) মহিলা চিকিৎসকের ধর্ষণ ও নৃশংস হত্যার প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবিতে উত্তাল গোটা দেশ। এমনকী, দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও হচ্ছে প্রতিবাদ কর্মসূচি। আর সেই পরিস্থিতিতে নিরাপত্তা দেওয়া যাবে না অজুহাত দেখিয়ে রবিবার সল্ট লেক স্টেডিয়ামে ইস্টবেঙ্গল (East Bengal) বনাম মোহনবাগান ডুরান্ড কাপের ডার্বি পরিত্যক্ত ঘোষণা করা হয়। বিক্ষোভে পেটে পড়েন দুই বড় ক্লাবের সমর্থকেরা। তারপরই গোটা টুর্নামেন্টের কলকাতা পর্বই সরিয়ে নেওয়ার কথাও ঘোষণা করা হয়।


সেই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে এক মঞ্চে হাজির কলকাতার তিন প্রধানের কর্তারা। মঙ্গলবার একটি বেনজির সাংবাদিক বৈঠক করেন ইস্টবেঙ্গল, মোহনবাগান (Mohun Bagan) ও মহমেডান (Mohammedan) ক্লাবের কর্তারা। তাঁরা দাবি জানান, ডুরান্ড কাপের (Durand Cup) সেমিফাইনাল ও ফাইনাল কলকাতায় করার জন্য।


মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে আয়োজিত সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার (নীতু), সচিব রূপক সাহা, মোহনবাগান সচিব দেবাশিস দত্ত এবং মহমেডান সচিব ইস্তিয়াক আমেদ। কলকাতা থেকে ডুরান্ডের ম্যাচ সরানোর প্রতিবাদ করে যৌথ বিবৃতি প্রকাশ করেছেন তাঁরা। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং ডুরান্ড কর্তৃপক্ষের কাছেও একই আবেদন করেছেন তাঁরা। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেছেন, 'কলকাতা খেলাধুলোর শহর। এখান থেকে যাতে ডুরান্ডের ম্যাচ সরিয়ে না দেওয়া হয় সে জন্য আমরা অনুরোধ করেছি। চূড়ান্ত সিদ্ধান্ত ডুরান্ড কমিটি জানাবেন।'


আরজি কর কাণ্ডের দ্রুত বিচার এবং দোষীদের কঠোর শাস্তির দাবি করা হয়েছে তিন প্রধানের পক্ষ থেকেই। ডার্বি বাতিলের আন্দোলনে শামিল সমর্থকদের পাশে থাকার বার্তাও দেওয়া হয়েছে ময়দানের তিন প্রধানের পক্ষ থেকে। সমর্থকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান কর্তারা। যদিও বাগান কর্তা দেবাশিস বলেছেন, 'বিচার আমরাও চাইছি। কেউ প্রতিবাদ করতেই পারেন। প্রতিবাদ করার অধিকার সকলের রয়েছে। তবে ফুটবলপ্রেমীদের কাছে আবেদন করব, আপনারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুন। আইনশৃঙ্খলা বজায় রাখুন। প্রশাসনকে সহযোগিতা করুন।'                   


আরও পড়ুন: RG কর হাসপাতালের নৃশংসতার প্রতিবাদে বুধবার কলকাতায় হাঁটবেন সৌরভ, সঙ্গী স্ত্রী ডোনা