কলকাতা: তিনি কলকাতায় পৌঁছেছেন শনিবার ভারতীয় সময় ভোররাতে। আর যেদিন শহরে পা দিলেন অস্কার ব্রুজ়ো (Oscar Bruzon), সেদিনই কি না আইএসএল-এর ডার্বি (ISL Derby)! সামনে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্ট (EBFC vs MBSG)!


বিশ্বের যে কোনও তাবড় কোচও এই পরিস্থিতিতে চিন্তায় থাকবেন। ডার্বি মানে যে শুধু ফুটবল মাঠের দ্বৈরথ নয়, একটা আবেগের বিস্ফোরণ। মনস্তাত্ত্বিক লড়াই।


তবে ইস্টবেঙ্গলের নবনিযুক্ত কোচ যে কুঁকড়ে থাকার বান্দা নন, শহরে পা রেখেই তা বুঝিয়ে দিলেন। মোহনবাগানের বিরুদ্ধে অগ্নিপরীক্ষার আগে চনমনে লাল-হলুদের নতুন কোচ। দীর্ঘ বিমানযাত্রার ধকল সত্ত্বেও মাঠে নেমে পড়লেন। ডার্বির আগে সাধ্যমতো ভোকাল টনিক দিলেন ক্লেটন সিলভা, দিমিত্রি দিয়ামান্তাকসদের।


ডার্বির আগে অস্কার ব্রুজ়ো বলেছেন, 'ভোর সাড়ে চারটেয় কলকাতায় এসেছি। যতটা সম্ভব ঘুমিয়ে নিয়েছি। সকাল থেকে উঠে ছেলেদের সঙ্গে থাকার চেষ্টা করেছি। ওদের উৎসাহ দেওয়ার চেষ্টা করেছি। আজকের ম্যাচ নিয়ে ওদের পরিকল্পনা তৈরিতে সাহায্য করেছি।'


আইএসএল দুঃস্বপ্নের মতো কাটছে লাল-হলুদ শিবিরের। টানা চার ম্য়াচে হার। যে ধাক্কায় চাকরি খোয়াতে হয়েছে কোচ কার্লেস কুয়াদ্রাতকে। মরশুমের মাঝপথে কোচ হিসাবে দায়িত্ব নিয়েছেন ব্রুজ়ো। বলছেন, 'গত দু’সপ্তাহে ছেলেরা কোচিং স্টাফেদের সঙ্গে মানিয়ে নিয়েছে। আমি আশাবাদী ছেলেরা পয়েন্ট টেবিলের ছবিটা পাল্টে দেবে।'


ডার্বি মানেই চিরাচরিত ঘটি-বাঙালের লড়াই। গ্যালারি দুভাগে বিভক্ত হয়ে যাওয়া। একদল ইস্টবেঙ্গলের জয়ের প্রার্থনায় গলা ফাটাবে। আর এক দল চাইবে, যেন শেষ হাসি হাসেন সবুজ-মেরুন ফুটবলাররাই। গ্যালারির সমর্থন নিয়ে আশাবাদী ব্রুজ়ো। বলছেন, 'আমি চাই গ্যালারির সমর্থন ফুটবলারদের মানসিকভাবে আরও চাঙ্গা করে তুলুক। আমাদের দলে সেরা কিছু প্লেয়ার রয়েছে। তারা ভাল খেলবে।'



এরকম গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফুটবলারদের কী বললেন? ব্রুজোর কথায়, 'ফুটবলাররা দৃঢ়প্রতিজ্ঞ। জানে এরকম ম্যাচে কীভাবে খেলতে হয়। ছোটখাট কয়েকটা জিনিস বলেছি। আমি বলেছি দল হিসাবে খেলতে। একে অপরের জন্য খেলতে। শরীরী ভাষা ইতিবাচক রাখতে। কোনও হতাশা দেখালে চলবে না। হয়তো আগের ম্যাচ থেকে কিছুটা হতাশা ওদের সঙ্গে থাকবে। সেটা ঝেড়ে ফেলে মাঠে নামতে হবে। জানি এই ম্য়াচ কতটা আবেগের। মোহনবাগানকে ছেলেরা একটা কঠিন রাত উপহার দেবে।'


কোচের মানসিক দৃঢ়তা কি লাল-হলুদ শিবিরে নতুন আশার সঞ্চার করবে?


আরও পড়ুন: অভিশপ্ত ৯৯! পন্থই প্রথম নন, ভারতের আর কারা এই দুর্ভাগ্যের শিকার হয়েছেন?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।