নয়াদিল্লি: বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) ১৯ বছর বয়সি মিডফিল্ডার ভিনিথ ভেঙ্কটেশ সেপ্টেম্বরের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তাঁর অসাধারণ পারফরম্যান্সের জন্য। এই তরুণ প্রতিভা, যিনি বিএফসি-র যুব শিবির থেকে উঠে এসেছেন, তিনি দলের সফল আইএসএল সূচনায় বড় ভূমিকা পালন করেছেন। চার ম্যাচে তিনটি জয় ও একটি ড্র করে তারা এখন পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে।


বেঙ্গালুরু এফসির সবকটি ম্যাচেই খেলেছেন ভিনিথ, যার মধ্যে তিনটি ম্যাচ সেপ্টেম্বরে হয়। তিনি ইস্টবেঙ্গল এফসির বিরুদ্ধে ১-০ জয়ে অভিষেক ম্যাচেই গোল করেন এবং হায়দরাবাদ এফসির বিপক্ষে রাহুল ভেকের প্রথম গোলে অ্যাসিস্ট করেন। গোল এবং অ্যাসিস্ট ছাড়াও ভিনিথ প্রতিপক্ষের রক্ষণকে সমস্যায় ফেলায় অসাধারণ ভূমিকা পালন করেছেন এবং প্রতিটি ম্যাচে নিজের সেরাটা দেন। তাঁর এই পারফরম্যান্স বিশেষজ্ঞ প্যানেলিস্টদের নজর এড়ায়নি। ১৫ জন প্যানেলিস্টের মধ্যে ৮ জন তাঁকে সেপ্টেম্বর মাসের সেরা উঠতি খেলোয়াড়ের জন্য তাদের প্রথম পছন্দ হিসেবে বেছে নেন। এছাড়াও, দু'জন প্যানেলিস্ট তাঁকে দ্বিতীয় পছন্দ এবং একজন প্যানেলিস্ট তাঁকে সেরা তিনে রাখেন। যার ফলে তিনি এই পুরস্কার জিতে নেন। পাঞ্জাব এফসির নিহাল সুধীশ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। তৃতীয় স্থানটি মহমেডান এসসির লালরেমসাঙ্গা এবং মোহনবাগান সুপার জায়ান্টের দীপেন্দু বিশ্বাসের মধ্যে ভাগাভাগি হয়ে গিয়েছে।


এদিকে, নর্থইস্ট ইউনাইটেড এফসি-র ফরোয়ার্ড আলাদিন আজারেই ২০২৪-২৫ ইন্ডিয়ান সুপার লিগে সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। সম্প্রতি দলে যোগ দেওয়ার পর তিনি তাঁর দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। গত মাসে তিনটি ম্যাচে তিনটি গোল করেন আজারেই। এই পুরস্কার নির্বাচনের প্রক্রিয়ায় ফুটবলপ্রেমী ও বিশেষজ্ঞ উভয়ের ভোটই বিবেচনা করা হয়, প্রতিটি ৫০% করে। আজারেই ৪৫.৮৪ শতাংশ বিশেষজ্ঞের ভোট এবং ৬.৮৬ শতাংশ ফুটবলপ্রেমীদের ভোট পেয়েছেন, মোট ৫২.৬৯ শতাংশ নিয়ে শীর্ষস্থান অর্জন করেছেন।  


কেরালা ব্লাস্টার্স এফসি-র ফরোয়ার্ড নোয়া সাদাউই শুধুমাত্র ফুটবলপ্রেমীদের ৩৮.৬৫ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থান লাভ করেন। তৃতীয় স্থান অধিকার করেন বেঙ্গালুরু এফসি-র ডিফেন্ডার রাহুল ভেকে, যিনি ৫.৫৩ শতাংশ ভোট অর্জন করেছেন। এই মরশুমে নর্থইস্ট ইউনাইটেডের সাতটি গোলের মধ্যে ছ’টিতেই আজারেইয়ের ভূমিকা ছিল, যা তার দলের আক্রমণে গুরুত্বপূর্ণ অবদান রাখে।                      তথ্য সংগ্রহ: আইএসএল মিডিয়া