কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগে পরপর তিন ম্যাচে হেরে কোণঠাসা ইস্টবেঙ্গল (East Bengal FC)। শুক্রবার ঘরের মাঠে কেরল ব্লাস্টার্সের (Kerala Blasters FC) বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াই লাল হলুদ শিবিরের। আর সেই ম্যাচের আগে চোট সমস্যায় জর্জরিত অস্কার ব্রুজোর দল।


আনোয়ার আলির চোট নিয়ে এখনও প্রশ্নচিহ্ন রয়েই গিয়েছে। শুক্রবারের ম্যাচে তিনি খেলতে পারবেন কি না, তা নিয়ে এখনও সংশয় রয়ে গিয়েছে। একইভাবে ফিটনেস নিয়ে প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছেন সাউল ক্রেসপো এবং মহম্মদ রাকিপও। 


আগের ম্যাচে ইস্টবেঙ্গলের জার্সিতে অভিষেক হয়েছিল ভেনেজুয়েলার তারকা ফুটবলার রিচার্ড সেলিসের। এফসি গোয়ার বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স সকলের নজর কেড়ে নিয়েছিল। ২৮ বছর বয়সী এই উইঙ্গার যে শুক্রবারের ম্যাচে লাল হলুদ শিবিরে প্রাণের সঞ্চার করতে পারেন, জানেন লাল হলুদের সমর্থকেরা। তবে শুক্রবার সল্ট লেকে যুবভারতী স্টেডিয়াম ইস্টবেঙ্গলের জন্য কী অপেক্ষা করে রয়েছে, সেটা অবশ্য সময়ই বলবে ।


দ্বৈরথের ইতিহাস


আইএসএলে ইস্টবেঙ্গল এফসি ও কেরল ব্লাস্টার্স এফসি এখনও পর্যন্ত এই দুই দল মোট নয়টি ম্যাচ একে অপরের বিরুদ্ধে খেলেছে, যার মধ্যে কেরল ব্লাস্টার্স এফসি চারবার জিতেছে। ইস্টবেঙ্গল এফসি জিতেছে দুই ম্যাচে এবং তিনটি ম্যাচ ড্র হয়েছে ।


দুই যুযুধান কোচ যা বললেন


অস্কার ব্রুজো (ইস্টবেঙ্গল এফসি):


'দলের সামর্থ্য ও মানের ওপর আমার বিশ্বাস আছে। আমাদের ভাল করতে হবে। আমি আমার খেলোয়াড়দের নিয়ে আত্মবিশ্বাসী।'


টি.জি. পুরুষোথমান (কেরল ব্লাস্টার্স এফসি):


'আমরা সম্মিলিতভাবে কাজ করছি এবং প্রতিটি ম্যাচের জন্য আলাদাভাবে পরিকল্পনা করছি। আমরা সবদিক সঠিকভাবে কভার করতে চাই।'



কাদের ম্যাচ


ইস্টবেঙ্গল এফসি বনাম কেরল ব্লাস্টার্স এফসি

কোথায় খেলা


বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়াম, সল্ট লেক, কলকাতা

কখন খেলা


২৪ জানুয়ারি, ২০২৪, সন্ধ্যা ৭.৩০

কোথায় দেখবেন


টিভিতে স্পোর্টস ১৮-৩- বাংলা, স্পোর্টস ১৮ খেল ও স্পোর্টস ১৮-২- হিন্দি, স্পোর্টস ১৮-১ এসডি ও এইচডি- ইংলিশ চ্যানেলে দেখা যাবে ম্যাচ


অনলাইন স্ট্রিমিং


মোবাইল ফোনে জিও সিনেমা অ্যাপে বাংলা, হিন্দি, ইংলিশ ও মালয়ালি ভাষায় দেখা যাবে ম্যাচ (সৌ: আইএসএল মিডিয়া)


আরও পড়ুন: বিশ্বের আর কোনও মাঠে ভারতের এই রেকর্ড নেই, শুনলে গর্ব করবেন বাংলার ক্রিকেটপ্রেমীরা