কলকাতা: ভুটানে এএফসি (AFC) চ্যালেঞ্জ লিগে দারুণ খেলে ফিরেছে ইস্টবেঙ্গল (East Bengal)। লাল হলুদ শিবিরের নতুন কোচ অস্কার ব্রুজো জানিয়ে দিয়েছেন, এবার ইস্টবেঙ্গলের নতুন যুগের সূচনা হবে। কোচের সঙ্গে একমত দলের নির্ভরযোগ্য উইঙ্গার নন্দকুমার শেকরও।


শনিবার আইএসএল ডার্বিতে নামছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ মহমেডান স্পোর্টিং ক্লাব। চলতি আইএসএলে এখনও পর্যন্ত কোনও ম্যাচ জেতেনি ইস্টবেঙ্গল। পয়েন্টের ভাঁড়ার শূন্য। তবে এবার যে ঘুরে দাঁড়াবে দল, সে ব্যাপারে আশ্বাস দিয়েছেন নন্দকুমার। তিনি চান শনিবারের ডার্বিতে সমর্থকেরা তাঁদের পাশে থাকুক। মহমেডান ম্যাচের আগের দিন নন্দকুমার বলেছেন, "ডার্বি খেলার জন্য মুখিয়ে রয়েছি। এএফসি চ্যালেঞ্জ লিগে আমরা ভাল খেলে এসেছি। তাই আমরা খুশি। তবে সামনে কঠিন পরীক্ষা আমাদের। এখন ধারাবাহিকতা বজায় রাখাটাই আমাদের কাজ। সমর্থকদের কাছ থেকে পূর্ণ সমর্থন চাই। আশা করি সমর্থকেরা আমাদের জন্য গলা ফাটাতে আসবেন।"           


মরশুমের শুরুটা হয়েছিল স্পেনীয় কোচ কার্লেস কুয়াদ্রাতের অধীনে। তবে টানা ব্যর্থতার জেরে দায়িত্ব ছাড়েন কার্লেস। প্রথমে বিনো জর্জ অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে কয়েকদিন দায়িত্ব সামলান। পরে কোচ হিসাবে নিযোগ করা হয় অস্কার ব্রুজোকে। কোচ বদলের আবহে শুরুতে তাঁদের সমস্যা হলেও তাঁরা দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছেন বলে জানান নন্দকুমার। এই প্রসঙ্গে তিনি বলেছেন, "হঠাৎ করে কোচ বদল হলে খেলোয়াড়দের পক্ষে দ্রুত সেই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন হয়। আমরা অবশ্য মানিয়ে নিয়েছি। নতুন কোচ আমাদের অনেক আত্মবিশ্বাস জুগিয়েছেন। যার জন্য আমরা এখন ভাল ফল পাচ্ছি। এতে দলেরই ভাল হয়েছে।"             


 






দলের মূল সমস্যা যে তাদের রক্ষণ, তা স্বীকার করে নিয়ে নন্দকুমার বলেন, "আমাদের গোল খাওয়াটা বন্ধ করতে হবে। ক্লিন শিট রাখা দরকার। তা হলে সাফল্যও আসবে। এই জায়গাটাতে আমাদের একটু সমস্যা আছে।"                  


আরও পড়ুন: দেশের মাটিতে রোহিত-কোহলিদের বিপর্যয়ের নেপথ্যে হুগলির এক বাঙালি!


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।