কলকাতা: মোহন-ইস্ট কলকাতা ডার্বি মানে যে শুধু মাঠের দ্বৈরথ, তা নয়। কলকাতার দুই ঐতিহ্যবাহী ক্লাবের ফুটবল যুদ্ধ প্রতিবার মাঠের সীমানা ছাড়িয়ে চলে যায় দুই শিবিরের ড্রেসিংরুমেও। ভারতীয় ফুটবলের এই মহারণের আগে পরে শোনা যায় দুই শিবিরের সেনাপতি অর্থাৎ কোচেদের বাগযুদ্ধও। প্রাক আইএসএল যুগে তা মাঝে মাঝে ভয়ঙ্কর পর্যায়েও পৌঁছেছে। আইএসএলে অতটা আগ্রাসী বাগযুদ্ধ না হলেও ‘কথা-কাটাকাটি’ কম হয়নি। কেমন ছিল গত ন’টি কলকাতা ডার্বির এই বাগযুদ্ধ? আজ প্রথম পর্ব।


প্রথম কলকাতা ডার্বি, ২৭ নভেম্বর, ২০২০, ইস্টবেঙ্গল ০-২ মোহনবাগান

ম্যাচের আগে

ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার: প্রস্তুতির দিক থেকে আমরা অন্য সব দলের থেকেই হয়তো পিছিয়ে রয়েছি। মোহনবাগান ইতিমধ্যেই একটা ম্যাচ খেলে ফেলেছে। যেখানে আমরা পিছিয়ে। আমাদের এটাই প্রথম ম্যাচ। তাই আমরা মাঠে নেমে কী কী করতে পারি, সেই ধারণা এখন কারও নেই। সেই ধারণাটা তো দেবই। কিন্তু দুর্দান্ত একটা ধারণা সবাইকে দিতে হবে। যেন দৃষ্টান্ত স্থাপন করার মতো পারফরম্যান্স দেখাতে পারে আমাদের ছেলেরা।

মোহনবাগান কোচ আন্তোনিও হাবাস: কারা আগে খেলেছে বা কারা প্রথম নামছে, সেটা বড় কথা নয়। কারা কাল ভাল ফুটবল খেলবে, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। ওরা আগে খেলেনি বলে সেটা ওদের অসুবিধা হতে পারে আবার আমরা আগে খেলেছি বলে আমাদের সুবিধাও হতে পারে, এই ধারণাটা ভুল। এখানে প্রতিযোগিতার মান এমনই যে, ভাল ফুটবল না খেললে এই লিগে ম্যাচ জেতা কঠিন।


ম্যাচের পর

ফাউলার: হারের পরে কী করে সন্তুষ্ট হব, বলুন? আমরা সপ্তাহ দুয়েক প্রস্তুতি নিতে পেরেছিলাম। গত বারের আইএসএল চ্যাম্পিয়ন দলের বেশির ভাগ খেলোয়াড়ই বিপক্ষে খেলেছে। তাও আমরা ওদের বিরুদ্ধে লড়াই করেছি। বিশেষ করে প্রথমার্ধে”।

হাবাস: প্রথম ৪৫ মিনিট আমরা সেরা জায়গায় ছিলাম না। তবু গোলশূন্য রাখতে পেরেছি। ৯০ মিনিট পরে ফল ২-০। এটাই তো আসল। প্রথম দিকে রক্ষণ বেশি হয়েছে তো পরের দিকে আক্রমণে উঠেছি। ফুটবল তো রক্ষণ ও আক্রমণ নিয়েই হয়। শুধু রক্ষণ বা শুধু আক্রমণ তো আর সম্ভব নয়। সব মিলিয়ে যে আমরা প্রতিপক্ষের চেয়ে অনেক এগিয়ে ছিলাম। স্কোরেই সেটা প্রমাণ হয়েছে।''


আরও পড়ুন: ঠিক যেন রিঙ্কুর ইনিংসের হাইলাইটস, বিপিএলে শেষ ওভারে ২৬ তুলে ম্য়াচ জেতালেন নুরুল