বুয়েনস আইরেস: বিশ্বচ্যাম্পিয়ন দলের তারকা গোলরক্ষক তিনি। তবে মাঠে তাঁর কার্যকলাপ এর আগেই সমালোচনার শিকার হয়েছে। এবার অভিযোগ আর্জেন্তিনা দলের শেষ প্রহরী এমিলিয়ানো মার্তিনেজ় (Emi Martinez) নাকি এক ক্যামেরাম্যানকে কষিয়ে চড় মেরেছেন। রিপোর্ট অনুযায়ী ঘটনাটি ঘটে আর্জেন্তিনা বনাম কলম্বিয়া (Argentina vs Colombia) ম্যাচের পর। 


বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে ১-২ স্কোরলাইনে হতাশাজনক হারের সম্মুখীন হয়। কলম্বিয়ার বিরুদ্ধে এক বিতর্কিত পেনাল্টিতেই পরাজিত হতে হয় লা আলবিসেলেস্তেকে। সেই ম্যাচ শেষেই জনি জ্যাকসন নামক এক ক্যামেরাম্যান মার্তিনেজ়কে ক্যামেরায় বন্দি করছিলেন। তখনই এই ঘটনাটি ঘটে বলে অভিযোগ। ম্যাচের পরেই বারানকুইল্লায় হতাশ মার্তিনেজ় তাঁকে চড় মারেন বলে গুরুতর অভিযোগ এনেছেন জনি জ্যাকসন নামক এক ক্যামেরাম্যান। তিনি বলেন, 'হঠাৎ করেই ওঁ আমায় চড় মারে। আমার তখন ভীষণ ভীষণ রাগ হচ্ছিল। ওঁ যেমন কাজ করছিল, আমিও তো তেমন আমার কাজটাই করছিলাম।'


 






জ্যাকসন জানান ম্যাচ শেষে মার্তিনেজ় যখন কলম্বিয়ার ফুটবলারদের সঙ্গে সৌজন্য বিনিময় করছিলেন, তখন তিনি আলবিসেলেস্তে গোলরক্ষকের সামনে যান। তাঁর নেওয়া ফুটেছে স্পষ্টতই দেখা যাচ্ছে মার্তিনেজ় ক্যামেরার দিকে আঘাত হানেন এবং তারপরেই তা পড়ে যায়। অভিযোগ সত্ত্বেও জ্যাকসন মার্তিনেজ়ের উদ্দেশে এক সৌজন্যমূলক বার্তায় লেখেন, 'দিবু, ভাই আমার, কেমন আছেন? আমি জনি জ্যাকসন, সেই ক্যামেরাম্যান যার ওপর আপনি আঘাত হানেন। আমি জানাতে চাই যে সব ঠিকঠাক আছে। জীবনে সবাই কোনও না কোনও ম্যাচ হেরেছে। এই পরাজয়টা আপনার কাছে অনেক তাৎপর্যপূর্ণ সেটা বোঝা যাচ্ছে।'


তবে জ্যাকসন জিনিসটাকে সহজভাবে নিলেও, কলম্বিয়ার স্পোর্টস জার্নালিস্ট গ্রুপ অ্যাকর্ড বিষয়টিকে লঘুভাবে দেখছে না। সংস্থার সভাপতির তরফে ফিফাকে এই বিষয়ে হস্তক্ষেপ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। এখনও পর্যন্ত আর্জেন্তাইন গোলরক্ষক মার্তিনেজ় এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। লাতিন আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের তরফেও এই নিয়ে কিছুই জানানো হয়নি।







আরও পড়ুন: নেশনস লিগে ইতালির বিজয়রথ অব্যাহত, জয়ে ফিরল ফ্রান্স, হালান্ড জেতালেন নরওয়েকে