লন্ডন: ইংল্যান্ড ফুটবল দলের নতুন ম্য়ানেজারের দায়িত্বে দেখা যেতে পারে থমাস তুখেলকে (Thomas Tuchel)। গ্যারেথ সাউথগেটের স্থলাভিষিক্ত হতে চলেছেন তিনি। এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি ক্লাবের তরফে। তবে মোটামুটি নিশ্চিত যে তুখেলই হতে চলেছেন হ্য়ারি কেনদের নতুন ম্য়ানেজার। গত কয়েক বছরে বিশ্ব ফুটবলের সেরা সেরা টুর্নামেন্টে বারবার মুখ থুবড়ে পড়েছে ইংল্যান্ড ফুটবল দল (England Football Team)। তার জন্যই আগামী ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতির কথা মাথায় রেখেই নতুন ম্যানেজারের হাতে দায়িত্ব দিতে চলেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন।
সূত্রের খবর, ৫১ বছরের জার্মান কোচ ইংল্যান্ডের কোচ হওয়ার জন্য ইচ্ছে প্রকাশ করেছেন। ব্রিটেনের তিন সংবাদমাধ্যম বিসিবি, দ্য টাইমস, স্কাই স্পোর্টস ও জার্মানির সংবাদমাধ্যম বিল্ড এই খবরের সত্যতা যাচাই করেছে। জানা গিয়েছে অ্য়াসোসিয়েশনের তরফে আয়োজন করা হবে সাংবাদিক বৈঠক, আর সেখানেই তুখেলকে কোচ হিসেবে নিযুক্ত করার কথা ঘোষণা করা হবে আনুষ্ঠানিকভাবে। তুখেল যদি কোচ হন তবে তিনি ইংল্যান্ড ফুটবল দলের তৃতীয় কোচ হবেন যিনি ব্রিটিশ নন। এর আগে ফ্যাবিও কাপেলো ও সেভন-গোরান-এরিকসন যাঁরা ব্রিটিশ ছিলেন না, কিন্তু ইংল্যান্ডের কোচ ছিলেন। ঠিক তেমনই এবার তুখলেকে দায়িত্ব দেওয়া হচ্ছে।
ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে প্রথমবার দায়িত্ব সামলাতে চললেও ক্লাব ফুটবলে ইংল্যান্ডে এর আগেও কাজ করেছেন। ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত চেলসির কোচ ছিলেন তুখেল। চ্যাম্পিয়নস লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ জিতেছেন চেলসির কোচ হিসেবে। এছাড়াও বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, পিএসজি-র মতো হেভিওয়েট ক্লাবের কোচিং করেছেন তুখলে। সূত্রের খবর, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নিয়োগ করা হয়েছে জার্মান কোচকে। বছরে ৪.৫ থেকে ৫ মিলিয়ন পাউন্ড আয় করবেন। তবে ইংল্যান্ড ফুটবল অ্য়াসোসিয়েশনের তরফে জানানো হয়েছে যে, ২০২৬ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ডকে জেতাতে পারলে মোটা অঙ্কের বোনাস পাবেন জার্মান কোচ।