মাদ্রিদ: রিয়াল মাদ্রিদের (Real Madrid) নব প্রজন্মের 'গ্যালাকটিকো'দের অন্যতম তিনি। বর্তমান বিশ্বের সেরা ফুটবলারদের প্রসঙ্গ উঠলে, একেবারে শীর্ষে নাম থাকবে কিলিয়ান এমবাপের (Kylian Mbappe)। সেই মহাতারকার বিরুদ্ধেই এবার গুরুতর অভিযোগ। এমবাপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। সুইডিশ এক পত্রিকায় দাবি করা হয়েছে এমবাপের স্টকহোমে ভ্রমণের পরই তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। সেই মামলায় তদন্তও শুরু হয়েছে বলে দাবি করা হয়। 


এই মারাত্মক অভিযোগের বিরুদ্ধে এমবাপে কিন্তু নিজেই মুখ খুলেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন খবরটা সম্পূর্ণ ভুয়ো। এমবাপে দাবি করেন ওই রিপোর্ট এবং মঙ্গলবার ফরাসি লিগ কমিটির সামনে তাঁর হাজিরার শুনানির মধ্যে যোগ রয়েছে। তবে সেই শুনানি প্যারিস সঁ জরমঁ ও তাঁর মধ্যেকার বেতন নিয়ে বিবাদের জেরে যে মামলা দায়ের করা হয়েছে সেই প্রেক্ষিতে। সেই শুনানির আগে ইচ্ছাকৃত এমন গুজব ছড়ানো হচ্ছে বলে ধারণা ফরাসি ফুটবল তারকার। ক্ষিপ্ত এমবাপে উক্ত সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দেন।


তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'ভুয়ো খবর। গোটা বিষয়টা খুব সহজেই বোঝা যাচ্ছে, সবটা অনুমান করা যাচ্ছে। শুনানির ঠিক প্রাক্কালে এমনটা হওয়া নিছকই কাকতালীয় বিষয় যেন।' 


 






ফরাসি মহাতারকা এ মরশুমের শুরুতেই ফরাসি চ্যাম্পিয়নদের ছেড়ে স্পেনের রেকর্ড চ্যাম্পিয়নদের দলে যোগ দেন। তবে পিএসজি তাঁকে চুক্তি অনুযায়ী বেতনের সম্পূর্ণ টাকা দেয়নি বলেই আদালতের দ্বারস্থ হন এমবাপে। তিনি নাকি প্রায় ৫৫ মিলিয়ন ইউরো পান প্যারিসের ক্লাবটি থেকে। সেই মামলার শুনানির আগেই এ বিস্ফোরক রিপোর্ট সামনে এসেছে।


এমবাপে চলতি আন্তর্জাতিক বিরতিতে ফ্রান্সের হয়ে খেলছেন না। সুইডেনের সেই পত্রিকার রিপোর্টে দাবি করা হয়েছে এমবাপে এই সুযোগে  সুইডেনের রাজধানীতে যান এবং বৃহস্পতি ও শুক্রবার সেখানেই থাকেন। সেখানে একগুচ্ছ লোকের সঙ্গে তিনি নৈশভোজের পর এক নাইট ক্লাবে যান। তারপরেই নির্যাতিতা মেডিক্যাল সহযোগিতা চাইলেও, কে তাঁকে নির্যাতন করেছে, তা জানাতে চাননি। তারপরেই এই ঘটনাটি সর্বসমক্ষে আসে। রিপোর্ট আরও দাবি করা হয় যে স্টকহোমের সিটি সেন্টারে ঘটনাটি ঘটেছে। তবে ঘটনাটি কতটা সত্য, মিথ্যা, তা সময়ই বলবে।


 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: বৃষ্টির জেরে ভেস্তে গিয়েছে রোহিতদের অনুশীলন, ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টে আদৌ বল গড়াবে?