বুয়েন্স আয়ার্স: গোল করলেন। গোল করালেন। চেনা ছন্দে লিওনেল মেসি (Lionel Messi)। ২০২৬ ফুটবল বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের (Fifa World Cup 2026 Qualifier) ম্য়াচে বলিভিয়ার বিরুদ্ধে ৬-০ বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিল আর্জেন্তিনা (Argentina Football Team)। হ্যাটট্রিক করলেন বিশ্বজয়ী অধিনায়ক। দুটো অ্য়াসিস্টও করলেন ম্য়াচে। কোপা আমেরিকায় জয়ের পর এই প্রথমবার আর্জেন্তিনার জার্সিতে খেলতে নেমেছিলেন মেসি। নেমেই নিজের জাত চেনালেন ফের।


 






এদিন খেলার ১৯ মিনিটের মাথায় প্রথম গোলমুখ খোলেন আটবারের ব্যাঁ ডি অর জয়ী মেসিই। লাইতারো মার্তিনেসের পাস থেকে দুর্দান্ত গোলে ম্যাচে খাতা খোলেন তারকা ফুটবলার। এরপর ৪৩ মিনিটের মাথায় ফের গোল। আবার মার্তিনেসকে দিয়ে গোল করান আর্জেন্তাইন অধিনায়ক। জুলিয়ান আলভারেসের পাস থেকে বল নিয়ে তা সাজিয়ে দেন মার্তিনেসের জন্য। সেখান থেকে গোল করতে কোনও সম্য়ায় পড়েননি মার্তিনেস। এরপর আলভারেজও গোল করেন। এখানেও মেসিই সাজিয়ে দেন বল। প্রথমার্ধে আর কেউ গোল করতে পারেননি।


 






দ্বিতীয়ার্ধে প্রথমে ওতামেন্ডির একটি গোল অফসাইড হয়ে যায়। কিন্তু থিয়াগো আলমাদা আর্জেন্তিনার হয়ে চতুর্থ গোল করেন। এক্ষেত্রে অ্য়াসিস্ট করেন নাহুয়েল মোলিনা। মেসি তাঁর হ্যাটট্রিক সম্পূর্ণ করেন ৮৪ মিনিটে। 


মেসির সঙ্গে বর্তমান ক্লাব ইন্টার মায়ামির ২০২৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত চুক্তি রয়েছে। তবে তাঁর ভবিষৎ নিয়ে ইতিমধ্যেই জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছে। মেসির ভবিষ্যৎ নিয়ে এক রিপোর্টে El Nacional দাবি করেছে যে মেসি নিজের বর্তমান চুক্তি শেষে প্রাক্তন দলে ফিরতে পারেন। তবে সেই প্রাক্তন দল বার্সেলোনা বা প্যারিস সঁ জরমঁ নয়। সেই ক্লাবের নাম নিউওয়েলস ওল্ড বয়েজ়। যে ক্লাবে মেসি ফুটবলের অ-আ, ক, খ শিখেছেন। মূলত বার্সেলোনার লা মাসিয়া অ্যাকাডেমি থেকেই মেসির উত্থান হলেও, নিউওয়েলস ওল্ড বয়েজ়ে মেসির ইয়ুথ কেরিয়ারের শুরু। সেখান থেকেই বার্সাতে যোগ দেন তিনি।