বার্লিন: সপ্তাহান্তে (ভারতীয় সময় অনুযায়ী সোমবার) নিজেদের উয়েফা ইউরো (UEFA EURO 2024) অভিযান শুরু করছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ইংল্যান্ড (ENG vs SER)। প্রতিপক্ষ সার্বিয়া। তবে প্রথম ম্যাচে মাঠে নামার আগে হ্যারি কেনদের (Harry Kane) উদ্বেগের বিষয় চোট আঘাত সমস্যা। জন স্টোন্স, লুক শ, ইংল্যান্ডের তারকা ডিফেন্ডারদের ফিটনেস নিয়েই উদ্বেগে কোচ গ্যারেথ সাউথগেট।
জন স্টোন্স সপ্তাহের শুরুতেই এক ভাইরাসে আক্রান্ত হয়ে বাকি দলের থেকে আলাদা ছিলেন। তাঁর চোটও সদ্যই সেরেছে। লেফট ব্যাক লুক শ তো ফেব্রুয়ারি মাস থেকে পেশির চোটে ভুগছেন। সেই চোট সম্পূর্ণ না সারায় তিনি যে সার্বিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের প্রথম ম্যাচে মাঠে নামবে না, তা নিশ্চিত।হ্যারি ম্যাগুয়ার তো চোটের জেরে দলে জায়গায়ই পাননি। তবে রক্ষণভাগ দুর্বল হলেও, ইংল্যান্ডের আক্রমণ বিভাগ কিন্তু বিশ্বের অন্যতম সেরা। অধিনায়ক হ্যারি কেন বর্তমান বিশ্বের সেরা ফরোয়ার্ডদের অন্যতম।
কোল পালমার চেলসির হয়ে নিজের অভিষেক মরশুমেই শোরগোল ফেলে দিয়েছেন। প্রিমিয়ার লিগের সেরা তরুণ ফুটবলার হয়েছিলেন তিনি। অপরদিকে, প্রিমিয়ার লিগের এ মরশুমের সেরা ফুটবলার হওয়া ফিল ফডেন স্বপ্নের ফর্মে রয়েছেন। মাঝমাঠ থেকে গোল করার ক্ষেত্রে এই মুহূর্তে জুড বেলিংহ্যামের জুড়ি মেলা ভার। এছাড়াও বুকায়ো সাকা, ওলি ওয়াটকিনসরা থ্রি লায়ান্সের আক্রমণভাগে বৈচিত্র আনেন।
তবে সার্বিয়ান আক্রমণবিভাগকেও কিন্তু হেলাফেলা করার কোনও অবকাশ নেই। বহু যুদ্ধের ঘোড়া অ্যালেকজান্ডার মিত্রোভিচ এ মরশুমের সৌদি প্রো লিগে দারুণ ছন্দে ছিলেন। ২৮ ম্যাচে তিনি ২৮টি গোল করেছিলেন। জুভেন্তাস স্ট্রাইকার ডুসান ভ্লাহোভিচের জাতীয় দলের জার্সি গায়ে রেকর্ডও কিন্তু বেশ ঈর্ষণীয়। সার্বিয়ানদের হয়ে ভ্লাহোভিচ ২৭ ম্যাচে ইতিমধ্যেই ১৩ গোল করে ফেলেছেন। এছাড়া প্রাক্তন সাউদাম্পটন তথা আয়াক্স তারকা ডুসান ট্যাডিচও রয়েছেন দলে।
১৯৬৬ সালের পর থেকে ইংল্যান্ড ফুটবল দল আর কোনও ট্রফি জেতেনি। সেই ট্রফির খরা কাটানোর জন্য সাউথগেটের ওপর একটা চাপ তো রয়েইছে। তবে সাম্প্রতিক সময়ে ইংল্যান্ড ধারাবাহিক পারফর্মও করেছে। গত বারের ইউরোতে ইংল্যান্ড ফাইনালে পৌঁছেছিল। এবার কেনরা আরও একধাপ এগোতে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন:আলবানিয়ার বিরুদ্ধে টানটান লড়াই শেষে জয় দিয়ে ইউরো অভিযান শুরু ইতালির