ডর্টমুন্ড: ম্যাচের প্রথম ১৬ মিনিটেই তিন তিনটি গোল। আলবানিয়া বনাম ইতালি  ম্যাচের শুরুটাই দুরন্ত গতিতে হয়েছিল। শুরুটা দেখে অনেকেই মনে করছিলেন। ম্যাচে গোলের বন্যা বইবে। কিন্তু না, ম্যাচের বাকি ৭৪ মিনিটে আর একটিও গোল হয়নি। উয়েফা ইউরোর (UEFA EURO 2024) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি বিরুদ্ধে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে গেলেও, শেষমেশ ২-১ হেরে খালি হাতেই মাঠ ছাড়তে হল আলবেনিয়ানদের (Italy vs Albania)। জয় দিয়েই নিজেদের অভিযান শুরু করল আজ়ুরিরা।


ম্যাচের বয়স তখন মাত্র ২৩ সেকেন্ড। সবে লোকজন সিটে বসবেন। এরই মধ্যে সকলকে চমকে দিয়ে গত বারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে দলকে এগিয়ে দন নেদিম বাইরামি। ১৬ বছর পর কোনও দল ইউরোর গ্রুপ পর্বে ইতালির বিরুদ্ধে প্রথমার্ধে গোল করতে সক্ষম হল। ঘটনাক্রমে, এটি ইউরোর মূলপর্বের ইতিহাসে সর্বকালের দ্রুততম গোল। তবে শুরুতেই ধাক্কা খেলেও আজ়ুরিরা কিন্তু দ্রুতই নিজেদের সামলে নেয়। ম্যাচের দশম মিনিটে বাস্টোনি কর্নার থেকে দুরন্ত হেডারে ইতালিকে ম্যাচে সমতায় ফেরান। ম্যাচের ১৬তম মিনিটে নিকোলা বারেলা অনবদ্য গোল করে দলকে ম্যাচে এগিয়ে দেন। এই প্রথমবার ইতালি ইউরোর গ্রুপ পর্বের ম্যাচের প্রথমার্ধে জোড়া গোল করল।  


ম্যাচে এগিয়ে যাওয়ার পর ইতালি ধীরে ধীরে সম্পূর্ণ দখল নিয়ে নেয়। প্রথমে পাসিং গেমে বারেলারা ম্যাচের দখল নেন এবং পরে দ্রুত একের পর এক আক্রমণে আলবেনিয়ানদের বিরাট চাপে ফেলেন। বিরাট চাপের মুখে আলবেনিয়ান গোলরক্ষক স্ট্রাকোশা একাধিক দুরন্ত সেভ করে দলকে ম্যাচের মধ্যে রাখেন। জিয়ানলুকা স্কামাকার শট প্রতিহত করেন তিনি। এরপর নিকোলো ফ্যাজিওলির শটও দুরন্তভাবে বারের দিকে ঠেলে দেন।


 






এর সুফল আলবানিয়া কার্যত পেয়েই গিয়েছিল। ম্যাচের ইনজুরি টাইমে পরিবর্ত হিসাবে নামা রে মানাজ অল্পের জন্য নিজের শট লক্ষ্যে রাখতে পারেননি। গোলের পাশ দিয়ে বল বেরিয়ে। শেষমেশ ২-১ জিতে আলবানিয়ার বিরুদ্ধে নিজেদের ১০০ শতাংশ রেকর্ড অব্যাহত রাখল ইতালি।   


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের মাঝপথেই ভারতীয় তারকা ঋষভ পন্থের বড় ঘোষণা