দোহা: প্রথম ম্যাচে ইরানকে ৬ গোলে হারিয়েও পুরোপুরি স্বস্তিতে নেই ইংল্যান্ড (England Football Team)। কারণ, অধিনায়ক হ্যারি কেনের (Harry Kane) গোড়ালিতে চোট লেগেছে। ২০১৮ সালের বিশ্বকাপের সোনার বুটজয়ী তারকা পরের ম্য়াচে খেলতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। বুধবার কেনের গোড়ালিতে স্ক্যান করা হবে। সেই রিপোর্টের ওপর নির্ভর করছে বিশ্বকাপে কেনের খেলতে পারা বা না পারার বিষয়টি।
গ্রুপ বি-র ম্যাচে ইরানকে ৬ গোলে হারিয়েছিল ইংল্যান্ড। সেই ম্যাচে মাঠের মধ্যেই কেনের গোড়ালির শুশ্রূষা করা হয়েছিল। এমনকী, ম্যাচের ৭৫ মিনিটের মাথায় মাঠ ছেড়ে বেরিয়েও যান কেন। তাঁর গোড়ালিতে স্ট্র্যাপিং করা ছিল।
ইরান ম্যাচের পরের দিন প্র্যাক্টিস করেছিলেন কেন। ইংরেজ ক্রিকেটপ্রেমীরা আশায় ছিলেন যে, সুস্থ হয়ে গিয়েছেন কেন। কিন্তু বুধবার দলের রুদ্ধদ্বার প্র্যাক্টিসে তিনি বাইরে ছিলেন বলে খবর।
সোমবারের ম্যাচের পর ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট বলেছিলেন, 'আমার মনে হয় হ্যারি ঠিক আছে। মনে হয় একটা খারাপ ট্যাকলের কারণে চোট লেগেছে। আমরা ওকে তুলে নিয়েছিলাম কারণ ম্যাচের রাশ আমাদের হাতে ছিল।'
ফ্রান্সকে সমীহ
শুরুতেই চাপে পড়ে গিয়েছিল গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মঙ্গলবার রাতে ম্যাচের বয়স তখন মাত্র ৯ মিনিট। গোটা বিশ্বকে চমকে দিয়ে ফ্রান্সের বিরুদ্ধে গোল করে দেন অস্ট্রেলিয়ার ক্রেগ গুডউইন (Craig Goodwin)। মঙ্গলবার বিকেলে সৌদি আরবের কাছে আর্জেন্তিনার অঘটনের হার নিয়ে তখনও চর্চা চলছে। সেই রেশ কাটার আগেই অস্ট্রেলিয়ার কাছে গোল হজম করে বসেন কিলিয়ান এমবাপেরা। গোটা ফুটবল বিশ্বে আলোচনা শুরু হয়ে যায়, ফের কি কোনও অঘটন অপেক্ষা করে রয়েছে?
কিন্তু আর অঘটন ঘটেনি। বরং গোল খেয়ে ঘুরে দাঁড়ায় ফ্রান্স (France vs Australia)। এবং অস্ট্রেলিয়াকে চার গোল দেয়। ৪-১ গোলে ম্যাচ জিতে এমবাপে, অলিভিয়ের জিহুরা দেখিয়ে দেন, কেন এবারও তাঁদের কাপ জয়ের অন্যতম দাবিদার মনে করা হচ্ছে।
ম্যাচের শেষে ফ্রান্সের আধিপত্য মেনে নেন অস্ট্রেলিয়ার কোচ গ্রাহাম আর্নল্ড। তিনি বলেছেন, 'দিনের শেষে ফ্রান্স দলের মান যে কী দুর্দান্ত, সেটা মেনে নিতেই হবে। সেই কারণেই ওরা গতবারের চ্যাম্পিয়ন। আমরা ম্যাচটা খুব ভাল শুরু করেছিলাম। কিন্তু শারীরিক দিক থেকে ওরা এত উন্নত আর দ্রুত গতির যে আমরা পাল্লা দিতে পারিনি। না হলে ছেলেরা সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে এবং আমার এর চেয়ে বেশি কিছু চাওয়ার ছিল না।'
আরও পড়ুন: আর্জেন্তিনাকে হারিয়ে ইতিহাস রচনা, বুধবার জাতীয় ছুটি ঘোষণা সৌদি আরবে