ম্যাঞ্চেস্টার: প্রিমিয়ার লিগে (EPL) তরতরিয়ে দৌড়চ্ছে ম্যাঞ্চেস্টার সিটি (Man City)। সেই সঙ্গে আর্লিং হালান্ডের (Erling Haaland) স্বপ্নের ফর্মও অব্যাহত। ফের হ্যাটট্রিক করলেন তিনি। ২০২৪-২৫ সালের প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ জিতল ম্যান সিটি। শনিবার গোল পাওয়ায় চলতি ইপিএলে ম্যান সিটির তিন ম্যাচেই গোল করা হয়ে গেল হালান্ডের। যার মধ্যে রয়েছে দুটি হ্যাটট্রিক। 


প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামকে ৩-১ গোলে চূর্ণ করল ম্যান সিটি। হালান্ডের এটা প্রিমিয়ার লিগে অষ্টম হ্যাটট্রিক। মাত্র ৬৯টি ম্যাচ খেলে। গত দুই মরশুমেই প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জিতেছিলেন হালান্ড। যিনি এক সময় খেলতেন বরুশিয়া ডর্টমুন্ডে। ম্যান সিটিতে যোগ দেওয়া ইস্তক দলের স্তম্ভ হয়ে উঠেছেন। চলতি ইপিএলে ৩ ম্যাচে ৭ গোল হয়ে গেল হালান্ডের। প্রিমিয়ার লিগে ৭০টি গোল হয়ে গেল তাঁর। সেই সঙ্গে ১৩টি গোলে সহায়তাও রয়েছে তাঁর।


ম্যান সিটির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১০২টি ম্যাচ খেলেছেন হালান্ড। করেছেন ৯৭টি গোল। ২০২২-২৩ সালে তিনি ম্যান সিটির জার্সিতে প্রথম মরশুম খেলেন। তাতে ৫২টি গোল করেন হালান্ড। ২০২৩-২৪ সালে অর্থাৎ গত মরশুমে ৩৮ গোল করেন হালান্ড।                


 






শনিবারের ম্যাচে এতিহাদ স্টেডিয়ামে শুরুতে ওয়েস্ট হ্যাম লড়াই করছিল। জারোড বাওয়েনের(Jarrod Bowen) শট ম্যান সিটি গোলকিপার এডারসনকে (Ederson) পরীক্ষার মুখে ফেলেছিল। ম্যাচের বয়স তখন মাত্র ৩ মিনিট। তারপরই একটি সুযোগ পেয়ে নষ্ট করেন হালান্ড। ক্ষতিপূরণও করেন। ম্যাচের ১০ মিনিটে বার্নার্দ সিলভার থ্রু বল ধেরে গোল করেন হালান্ড। ১৯ মিনিটে রুবেন ডায়াস (Ruben Dias) আত্মঘাতী গোত করায় ওয়েস্ট হ্যাম সমতায় ফেরে। ফের ম্যান সিটিকে এগিয়ে দেন হালান্ড। রিকো ল্যুইসের পাস ধরে গোল করেন। দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন হালান্ড।                         


আরও পড়ুন: ভারতীয় দলে বাংলার যুধাজিৎ, অস্ট্রেলিয়ার জন্য অস্ত্র তৈরি ডেল স্টেনের ভক্তের