হামবার্গ: চলতি ইউরো কাপে এখনও পর্যন্ত জয়ের দেখা মিলল না ক্রোয়েশিয়ার। প্রথম ম্য়াচে স্পেনের বিরুদ্ধে ৩-০ গহোলে হারতে হয়েছিল। দ্বিতীয় ম্য়াচে বুধবার সামনে ছিল খাতায় কলমে অনেকটাই দুর্বল আলবানিয়া। কিন্তু এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র করেই সন্তুষ্ট থাকতে হল ক্রোয়েটদের। অতিরিক্ত সময়ে গোল করে মদ্রিচদের জয়ের আশায় জল ঢেলে দিলেন আলবানিয়ার জাসুলা। ম্য়াচ শেষ হয় ২-২ ব্য়বধানে। ইউরো কাপে এখনও পর্যন্ত জয়ের খাতা খুলতে না পেরে চাপ বাড়ল ক্রোয়েশিয়ার। 


এদিনের ম্য়াচে শুরুতে এগিয়ে গিয়েছিল আলবানিয়াই। খেলার ১১ মিনিটের মাথায় গোল করেছিলেন কাজিম লাসি। আসানি ক্রস করলে সেখান থেকে এক ড্রপে বল গোলে ঢুকিয়ে দেন লাসি। ক্রোয়েট গোলরক্ষক লিভাকোভিচের হাতের তলা দিয়ে বল জালে ঢুক যায়।  প্রথমার্ধে চেষ্টা করেও আর কোনও দল গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে ক্রোয়েশিয়ার হয়ে সমতা ফেরান আন্দ্রেজ ক্রামারিচ। আসলে এই অর্ধের শুরুতেই আক্রমণে ঝাঁঝ বাড়াতে সুসিচ ও পাসালিচকে নামিয়েছিলেন ক্রোয়েট কোচ ডালিচ। আলবানিয়ার বক্সে বারবার হানা দিতে থাকেন মদ্রিচরা। মাঝমাঠে খেলা তৈরি করছিলেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি মিডিও। খেলার ৭৪ মিনিটের মাথায় সুসিচের নিঁখুত পাস থেকেই গোল করে ক্রোয়েশিয়াকে সমতা ফেরান ক্রামারিচ। এরপর ২ মিনিটের মাথায় আরও একবার এগিয়ে যায় ক্রােয়েশিয়া। কিন্তু এবার আত্মঘাতী গোল করে বসেন আলবানিয়ার জাসুল। সুচিচের শট আলবেনিয়ার ডিফেন্ডার ক্লস জাসুলার পায়ে লেগে গোলে ঢুকে যায়। 


 






এরপরও বেশ কয়েকবার আক্রমণে যাওয়ার চেষ্টা করছিলেন ক্রোয়েট ফুটবলাররা। কিন্তু গোল পাননি তাঁরা। অন্যদিকে অতিরিক্ত সময়ে খেলা গড়ানোর পর হঠাৎ করেই কাউন্টার অ্যাটাক শুরু করেন আলবানিয়ার ফুটবলাররা। আর এরমধ্যেই চূড়ান্ত বাঁশি বাজার ঠিক কিছুক্ষণ আগেই ক্রোয়েশিয়ার বক্সে ঢুকে সেখান থেকে বাঁ পায়ের শটে গোল করেন জাসুলা। নিজে আত্মঘাতী গোল করেছিলেন। এবার নিজেই গোল করে দলের হার বাঁচালেন জাসুলা। 


এখনও পর্যন্ত জয়ের খাতা খুলতে না পারায় গ্রুপ বি-তে সবার নীচে রয়েছে মদ্রিচের দল। স্পেন সেই গ্রুপে শীর্ষে রয়েছে। দুইয়ে ইতালি ও তিনে আলবানিয়া।