স্টুটগার্ট: আয়োজক দেশ হিসাবে এমনিতেই প্রত্যাশার পারদ তুঙ্গে। তার ওপর আন্তর্জাতিক টুর্নামেন্টে সাম্প্রতিক ব্যর্থতা জার্মানিকে আরও বেশি চাপে রেখেছে। দেশের মাটিতে ইউরো কাপ (Euro Cup 2024) জয় যে সমস্ত সমালোচনা নিমেষে ভুলিয়ে দিতে পারে, জানেন ফ্লোরিন উইর্ৎজ (Florian Wirtz), জামাল মুসিয়ালারা (Jamal Musiala)।
টুর্নামেন্টের শুরুটা অবশ্য ফেভারিটের মতোই করেছে জার্মানি স্কটল্যান্ডকে প্রথম ম্যাচে ৫-১ গোলে চূর্ণ করেছে। স্টিভ ক্লার্কের দলের বিরুদ্ধে উইর্ৎজ, জামাল মুসিয়ালারা নজর কেড়েছিলেন। তিনবারের ইউরো চ্যাম্পিয়নদের মাঝমাঠে নতুন করে প্রাণের সঞ্চার হয়েছে টোনি ক্রুসের দুরন্ত পারফরম্যান্স। রেকর্ড অষ্টমবার ইউরো কাপের প্রথম ম্যাচেই জিতেছে জার্মানি।
জুলিয়ান নাগেলসমানের (Julian Nagelsmann) ছেলেদের কাছে অবশ্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে বুধবার। স্টুটগার্টে জার্মানির সামনে হাঙ্গেরি (Germany vs Hungary)। যাদের কাছে ২০২২ সালে লাইপজিগে উয়েফা নেশনস লিগে (UEFA Nations League) ১-০ গোলে হেরেছিল জার্মানি।
জার্মানির কাছে শেষ তিন ম্যাচে অপরাজিত হাঙ্গেরি। গত ইউরো কাপে জার্মানির সঙ্গে ২-২ ড্র করেছিল তারা। নেশনস লিগে ঘরের মাঠে ১-১ ফলে শেষ হয়েছিল ম্যাচ। যদিও কোলনে প্রথম ম্যাচে স্যুইৎজ়ারল্যান্ডের কাছে ১-৩ গোলে হারতে হয়েছিল হাঙ্গেরিকে। তাদের কোচ মার্কো রোসি বলেছেন, 'প্রথম ম্যাচে পরাজয়ের পর আমরা সকলে খুব হতাশ ছিলাম। স্যুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে ৩টি গোলের মধ্যে ২টি হয়েছিল আমাদের ভুলে। ইউরো কাপে এরকম ভুল করলে তার খেসারত তো দিতেই হবে। খাতায় কলমে শুধু নয়, মাঠেও জার্মানি আমাদের চেয়ে ভাল দল। সেটা আমরা জানি। আর তাতেই নিজেদের সেরাটা দেওয়ার ব্যাপারে আমরা আরও মুখিয়ে থাকব। আশা করছি কয়েকটি বিষয় মাঠেই প্রমাণ করতে পারব।'
জার্মানির কোচ নাগেলসমানের কথায়, 'হাঙ্গেরির স্পষ্ট একটা কৌশল আছে আর সেটা হল সামনে দুজন স্ট্রাইকার রেখে খেলা যারা হেডটাও ভাল করে। নিখুঁত ক্রস বাড়ায়। ডেড বলে দারুণ রেকর্ড। তবে ম্যাচের ফল নির্ভর করবে আমরা কীরকম খেলি তার ওপর। হাঙ্গেরি চাপে থাকবে তাই ওরা বেশি আক্রমণাত্মক খেলবে।'
কাদের ম্যাচ?
ইউরো কাপের ১৪তম ম্যাচে মুখোমুখি জার্মানি ও হাঙ্গেরি
কবে খেলা?
ম্যাচটি হবে ১৯ জুন
কখন শুরু ম্যাচ?
ভারতীয় সময় বুধবার রাত ৯.৩০-এ ম্যাচের কিক অফ
কোথায় ম্যাচ?
জার্মানি বনাম হাঙ্গেরির ম্যাচটি হবে স্টুটগার্টে
টিভিতে কোথায় দেখবেন ম্যাচ?
ভারতে সোনি স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার
অনলাইন স্ট্রিমিং
টিভির সামনে বসার সুযোগ না থাকলে হাতের স্মার্টফোনেও দেখতে পাবেন জার্মানি বনাম হাঙ্গেরি ম্যাচ। সোনি লিভ মোবাইল অ্যাপে দেখা যাবে খেলা। এছাড়াও জিও টিভি অ্যাপে সোনি স্পোর্টস সিলেক্ট করে দেখতে পাবেন ম্যাচ