ডর্টমুন্ড: আজ আরও একবার মাঠে নামতে চলেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তাঁর সঙ্গে যার লড়াই ইতিহাসে জায়গা করে নিয়েছে, সেই মেসিও কোপা আমেরিকায় প্রথম ম্য়াচে নেমে গোল পাননি কানাডার বিরুদ্ধে। সি আর সেভেনও এবারের ইউরোয় নিজেদের প্রথম ম্য়াচে গোল পাননি। এমনকী প্রথম ম্য়াচে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে পর্তুগাল ২-১ ব্যবধানে জিতলেও রােনাল্ডোকে কিন্তু খুব একটা ছন্দে মনে হয়নি। তাই এই ম্য়াচে নিজে জ্বলে উঠতে মরিয়া থাকবেন সি আর সেভেন।
কাদের ম্যাচ?
ইউরো কাপের মহারণে আজ পর্তুগাল বনাম তুরস্কের দ্বৈরথ
কবে খেলা?
ম্যাচটি হবে ২২ জুন, শনিবার
কখন শুরু ম্যাচ?
ভারতীয় সময় শনিবার ভারতীয় সময় রাত ৯.৩০ থেকে
কোথায় ম্যাচ?
খেলাটি হবে ডর্টমুন্ডের ওয়েস্টফলেনস্টডিও স্টেডিয়ামে
টিভিতে কোথায় দেখবেন ম্যাচ?
ভারতে সোনি স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার
অনলাইন স্ট্রিমিং
টিভির সামনে বসার সুযোগ না থাকলে হতাশ হবেন না। স্মার্টফোনেও দেখতে পাবেন পর্তুগাল বনাম তুরস্ক ম্যাচটি। সোনি লিভ মোবাইল অ্যাপে দেখা যাবে খেলা। সোনি লিভ ওয়েবসাইটেও দর্শকরা ম্যাচ দেখতে পাবেন
২০২২ সালের কাতার বিশ্বকাপের স্যান্তােসের কোচিংয়ের একাদশে সেভাবে জায়গা করে নিতে পারেননি রোনাল্ডো। তবে রবার্তো মার্তিনেজ কোচ হয়ে আসার পর রোনাল্ডোকে প্রাধান্য দিয়েছেন। ৩৯ বছরের তারকা স্ট্রাইকারই দলের নেতৃত্বভার সামলাচ্ছেন। তুরস্কের আদ্রা গুলার হতে পারেন পর্তুগালের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ১৯ বছরের তরুণ এই অ্যাটাকিং মিডফিল্ডার রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন ক্লাব ফুটবলে। জর্জিয়ার বিরুদ্ধেও গোল করেছিলেন। এদিকে নিজের আরও একটা রেকর্ডের সামনে দাঁড়িয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রেকর্ড ১৪ গোলের নজির গড়ার হাতছানি সি আর সেভেনের সামনে। ইতিমধ্যেই চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে খেলতে নেমে বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে ছয়টি ইউরো কাপে খেলার নজির গড়েছেন পর্তুগিজ তারকা। আজ মাঠে নামলে ইউরো কাপে এটি রোনাল্ডোর রেকর্ড ২৭ তম বার মাঠে নামা হবে। এই রেকর্ডও কোনও ফুটবলারের নেই।
ইউরোর যোগ্যতা অর্জন পর্বের সব ম্য়াচেই জয় ছিনিয়ে নিয়েছিল পর্তুগাল। আবার তুরস্কের বিরুদ্ধে ছয়বারের সাক্ষাতে সবকটি ম্য়াচেই জয় পেয়েছে তারা। এমনকী ইউরোতে তিনবার জয় রয়েছে তার মধ্যে। ফলে আজ খাতায় কলমে এগিয়ে থেকেই মাঠে নামবে রোনাল্ডোর দল। যদি না কিছু অঘটন ঘটে।