লাইপজিং: দুই দলের আক্রমণ বিভাগে তারকার কমতি নেই। কিন্তু ৯০ মিনিটের লড়াইয়ে নেদারল্যান্ডস বা ফ্রান্স, কোনও দলই প্রতিপক্ষের জালে বল জড়াতে পারলেন না। ম্যাচে নজর কাড়লেন ভ্যান ডাইক, মাইক মাইগন্যান, ভারব্রুগেনরা। উয়েফা ইউরোর (UEFA Euro 2024) গ্রুপ 'ডি'-তে দুই শক্তিধর দলের ম্যাচ ড্র হওয়ায় জমে গেল লড়াই। ফ্রান্স ও নেদারল্যান্ডস (NED vs FRA), উভয় দলের কাছেই বর্তমানে চার পয়েন্ট রয়েছে। তিন পয়েন্ট নিয়ে তিনে অস্ট্রিয়া। ম্যাচে এমবাপের অনুপস্থিতিই কী পার্থক্য গড়ে দিল? উঠছে প্রশ্ন।
গোল করার জন্য পর্যাপ্ত সুযোগ তৈরি করতে দল ব্যর্থ হওয়ায় খানিক বিরক্ত নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কোম্যান। অপরদিকে, ম্যাচ ড্র করেও পরবর্তী রাউন্ডে পৌঁছনোর ভাগ্য নিজেদের হাতেই থাকায় ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁ খুব একটা অবশ্য হতাশ নন। গোলশূন্য ম্যাচে ফের একবার নজর কাড়লেন এনগলো কন্তে (N'Golo Kante)। নাগাড়ে দ্বিতীয় ম্যাচে সেরা হলেন তারকা ফরাসি মিডফিল্ডার। ডাচদের রক্ষণভাগ কিন্তু এই নিয়ে বিগত নয় ম্যাচের সপ্তমবার ক্লিনশিট রাখতে সমর্থ হল।
ম্যাচ ড্র হলেও ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁ বলেন, 'আমরা মাঠের উপরের দিকে বেশ ভালই খেলছি। এই ম্যাচে আমাদের খেলায় প্রচুর ইতিবাচক দিক ছিল। আর প্রতিপক্ষটা কতটা শক্তিশালী সেটাও দেখতে হবে। হ্যাঁ, ম্যাচ জিততে হলে তো গোল করতেই হবে। আমরা পরের ম্যাচে সেইদিকে বাড়তি নজর দিয়ে উন্নতি করার চেষ্টা করব যাতে পরবর্তী রাউন্ডে পৌঁছনোর আমাদের লক্ষ্যপূরণ হয়।' দলের তারকা স্ট্রাইকার জিহু আবার মনে করছেন দলের ফরোয়ার্ডরা গোলের সামনে যথেষ্ট ক্ষুরধার হতে পারেননি। ভাগ্যও তাঁদের সহায় দেয়নি।
অপরদিকে, ডাচ অধিনায়ক ভ্যান ডাইক ম্যাচ জিততে না পারায় হতাশ। তবে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ে তিনি গর্বিতও বটে। তাঁর মতো নেদারল্যান্ডস কোচের গলাতেও হতাশা ধরা পড়ল। 'ফ্রান্সের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং। আমরা সাহসীভাবে নিজেদের খেলাটা খেলতে চাই। কিন্তু যেভাবে আমরা আজ পা থেকে বল অপর দলের কাছে জমা দিয়েছি, তেমনটা করলে চলবে না। আর দ্রুত বল হারলেও তা নিজেদের দখলে এনে বেশি সুযোগ তৈরি করতে হবে। দল হিসাবে আমাদের আরও অনেক উন্নতি করার প্রয়োজন।' বলেন কোম্যান।
গত ম্যাচে নাকে চোট পাওয়ায় এদিন এমবাপেকে ছাড়াই মাঠে নামে লাঁ ব্লাঁরা। তা সত্ত্বেও প্রথমার্ধে ফ্রান্সই গোলের বড় সুযোগগুলি পায়। আঁতোয়া গ্রিজ়ম্যান চারটি গোলমুখী শট নেন যার মধ্যে ভারব্রুগেন দুইটি সেভ করেন এবং বাকি দুইটি তেকাঠির বাইরে দিয়ে চলে যায়। ডাচদের হয়ে গত ম্যাচের গোলদাতা কোডি গ্যাকপো প্রথমার্ধে সেরা সুযোগটি পান। তবে মাইগন্যান, তা প্রতিহত করেন।
দ্বিতীয়ার্ধেও ফ্রান্সই গোলের বেশি ভাল সুযোগ তৈরি করে। ছাউমেনি, গ্রিজ়ম্যান, ব়্যাবিওরা গোলমুখী একাধিক শট নেন। তবে ম্যাচের গতির বিরুদ্ধেই জাভি সিমন্স ডাচদের হয়ে ফ্রান্সের জালে বল জড়িয়ে দেন। তবে দুর্ভাগ্যবশত ডামফ্রিজ় গোলের সামনে অফসাইডে থাকায় ভার ২১ বছর বয়সি মিডফিল্ডারের সেই গোল বাতিল করে। শেষমেশ দুই দলের আর কেউই গোল করতে পারেনি। ম্যাচ ড্রয়ে শেষ হয়। ২১ বছর ৩০৮ দিনে ইউরোর মূলপর্বে ক্লিনশিট রেখে ইতিহাস তৈরি করেন ডাচ গোলরক্ষক ভারব্রুগেন। তিনিই কনিষ্ঠতম গোলকিপার হিসাবে মহাদেশের সেরা হওয়ার টুর্নামেন্টে ক্লিনশিট রাখতে সক্ষম হলেন।
নেদারল্যান্ডস এরপরের ম্যাচে দুরন্ত ফুটবল খেলা অস্ট্রিয়ার মুখোমুখি হবে। ফ্রান্সের প্রতিপক্ষ টুর্নামেন্ট থেকে ইতিমধ্যেই ছিটকে যাওয়া রবার্ট লেয়নডস্কির পোল্যান্ড।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।